তৃণমূল নেতা খু*নের পর এবার হামলা সাক্ষীর ওপরে, পাঁজরে লাগল গু*লি! ইংরেজবাজারে তুমুল হইচই

Last Updated:

অভিযোগ, তৃণমূল নেতাকে শেষ করে দেওয়ার ঘটনায় সাক্ষী মেটাতে এবারে গুলি করে তৃণমূল কর্মীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওই তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
মালদহ, সেবক দেব শর্মা : মালদহে শুটআউট। ইংরেজবাজারের অমৃতিতে গুলিবিদ্ধ যুবক। কানাইপুর এলাকায় বাইকে করে এসে গুলি চালায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ আতিমুল মোমিন(৩৩)। ইংরেজবাজারের বেনিয়াগ্রাম এলাকার বাসিন্দা আতিমুল। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, কয়েক দিনের ব্যবধানে আবারও শুটআউটের ঘটনা মালদহে। জানা গিয়েছে, বুকে গুলি লাগে আতিমুলের। ভিনরাজ্যে শ্রমিক সরবরাহের ঠিকাদার হিসেবে কাজ করতেন তিনি। প্রাথমিকভাবে অনুমান ছিল, ব্যবসায়িক আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদে গুলির ঘটনা হয়ে থাকতে পারে। আতিমূলের সম্পর্কেও তথ্য সংগ্রহ করে পুলিশ। যদিও পরে জানা যায়, তৃণমূল নেতা খুনের সাক্ষী মেটাতে এবারে গুলি করে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার করা হয়েছে। অন্তত অভিযোগ উঠেছে এমনটাই।
advertisement
আরও পড়ুন : উৎসবের আগে নড়েচড়ে বসেছে প্রশাসন! বড় বাজেটের মণ্ডপে হঠাৎ একযোগে নেমে পড়ল পুলিশ-দমকল-বিদ্যুৎ দফতর
উল্লেখ্য, ১০ জুলাই ইংরেজ বাজার থানার লক্ষীপুর এলাকায় গুলি এবং হাঁসুয়া দিয়ে কুপিয়ে খু*ন করা হয়েছিল তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছিল দলেরই কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখকে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর অভিযোগ, তৃণমূল নেতাকে খুনের মূল সাক্ষী ছিল আতিকুল মোমিন। তাঁর সামনে আবুল কালাম আজাদকে খুন করেছিল মাইনুল শেখ। তাই সাক্ষী মেটাতে মাইনুলের ছেলে শহীদ শেখ সহ বেশ কয়েকজন আতিকুল মোমিনকে গুলি করে খুনের চেষ্টা করে।
advertisement
advertisement
জানা যায়, রবিবার রাত্রে আতিকুল মোমিন বানিয়াগ্রাম থেকে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় মোটরবাইকে ধৃত তৃণমূল নেতার ছেলে সহ দুজন এসে তাকে গুলি করে। তার পিঠের পাঁজরে গুলি লাগে। এরপরই রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ এবং আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
তৃণমূল নেতা খু*নের পর এবার হামলা সাক্ষীর ওপরে, পাঁজরে লাগল গু*লি! ইংরেজবাজারে তুমুল হইচই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement