Malda News: জুনিয়র অ্যাথলেটিক্সে জ্যাভলিনে রেকর্ড মালদহের মিষ্টি কর্মকারের! সাফল্য আরও ২ অ্যাথলিটের

Last Updated:

Malda News: রাজ্য জুনিয়র অ্যাথলেটিক্সে জ্যাভলিন ছুঁড়ে রেকর্ড গড়ল মালদহের মিষ্টি কর্মকার। অনূর্ধ্ব-১৬ জুনিয়র বিভাগে এই প্রথম রাজ্য স্তরের প্রতিযোগিতায় ৪১.১৮ মিটার জ্যাভলিন ছুড়লো মিষ্টি।

+
পদক

পদক জয়ী অ্যাথলেটিক্সরা

মালদহ: রাজ্য জুনিয়র অ্যাথলেটিক্সে জ্যাভলিন ছুঁড়ে রেকর্ড গড়ল মালদহের মিষ্টি কর্মকার। অনূর্ধ্ব-১৬ জুনিয়র বিভাগে এই প্রথম রাজ্য স্তরের প্রতিযোগিতায় ৪১.১৮ মিটার জ্যাভলিন ছুড়লো মিষ্টি। এর আগেও একাধিক রাজ্য ও জাতীয় স্তরের জ্যাভলিন প্রতিযোগিতায় সাফল্য এনে দিয়েছে মালদহের স্কুল পড়ুয়া মিষ্টি কর্মকার। একাধিক সাফল্য সুবাদে বর্তমানে সাইক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে মালদহের এই খুদে উঠতি প্রতিভাবান অ্যাথলেটিক্স। মিষ্টি কর্মকার বলে,”আগামীতে আমার ইচ্ছা আছে দেশের হয়ে খেলার। বর্তমানে সাইক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছি। রাজ্য অ্যাথলেটিক্স মিটে রেকর্ড দূরত্বে জ্যাভলিন থ্রো করেছি।”
শুধুমাত্র মিষ্টি কর্মকার নয়, ৭২ তম রাজ্য জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় মালদহের আরও দুই অ্যাথলেটিক্স সাফল্য এনে দিয়েছে। মেহেবুল আহমেদ দৌড় প্রতিযোগিতায় ও কাবুল আখতার জ্যাভলিন থ্রোতে। তাদের এমন সাফল্যে খুশি মালদহের ক্রীড়া প্রেমীরা। ৭২ তম রাজ্য জুনিয়র অ্যাথলেটিক্স মিট অনুষ্ঠিত হয়েছিল কলকাতায়। সেখানে বিভিন্ন জেলার পাশাপাশি মালদহ জেলার মোট ৪৯ জন অ্যাথলেটিক্স অংশগ্রহণ করে। তাদের মধ্যে সাফল্য এনে দিয়েছে তিনজন।
advertisement
জ্যাভলিন থ্রোতে মিষ্টি কর্মকার প্রথম হয়েছে। মেহেবুল আহমেদ ও কাবুল আহমেদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুইটি করে পদক জিতেছে। মালদহ জেলার এই তিন উঠতি অ্যাটলেটিক্সদের নিয়ে আশার আলো দেখছেন জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। কোচ অসিত পাল বলেন,”মালদহের মোট ৪৯ জন অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে তিনজন সাফল্য পেয়েছে। দুইজন বর্তমানে সাইক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে। তাদের সাফল্যে আমরা জেলা ক্রীড়া সংস্থার কর্তারা খুশি।”
advertisement
advertisement
এই প্রথম নয় মিষ্টি কর্মকার ও মেহেবুল আহমেদ রাজ্য ও জাতীয় স্তরে একাধিক সাফল্য নিয়ে আসায় বর্তমানে তারা সাই ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে। মিষ্টি কর্মকার জলপাইগুড়ি সাই ক্যাম্পে রয়েছে। মেহেবুল আহমেদ কলকাতা সাই ক্যাম্পে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। আগামীতে তারা আরও ভালো মানের খেলোয়ার হয়ে উঠবে এমনটাই আশা করছেন মালদহ জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। শুধুমাত্র রাজ্য বা জাতীয় স্তরের সাফল্য নয়, মিষ্টি ও মেহেবুল আগামীতে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছে। তার জন্য এখন থেকেই তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: জুনিয়র অ্যাথলেটিক্সে জ্যাভলিনে রেকর্ড মালদহের মিষ্টি কর্মকারের! সাফল্য আরও ২ অ্যাথলিটের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement