Malda News: সরানো হল সিভিক! এই মেডিক্যাল কলেজের নিরাপত্তায় রাতারাতি বিরাট বদল!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
সিভিক ভলান্টিয়ার সরানো হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা
মালদহ: নিরাপত্তা ব্যবস্থার বিরাট ভোল বদল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গোটা মেডিক্যাল কলেজ চত্বর সিসিটিভি ক্যামেরায় মোড়া হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীর সংখ্যা। শুধু তাই নয়, মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সরানো হয়েছে সিভিক ভলান্টিয়ারদের।
মেডিক্যাল কলেজের প্রতিটি হাসপাতাল ভবনে রয়েছে পুলিশ কর্মী মোতায়েন। হাসপাতালের সমস্ত ধরনের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে মেডিকেল কর্তৃপক্ষ। এতে শুধুমাত্র চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নয়, পাশাপাশি রোগী ও রোগীর আত্মীয়দেরও নিরাপত্তা জোরদার হবে।
স্থানীয় বাসিন্দা শুভ দাস বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিভিক ভলেন্টিয়ার সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ কর্মী বসানো হয়েছে এতে রোগী ও রোগীর আত্মীয়দের খুব সুবিধা হবে। কোর্টের নির্দেশে এমনটা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা বাড়বে বলে মনে করছি আমরা।
advertisement
advertisement
আরজি কর ঘটনার পরবর্তী সময় থেকেই মেডিকেল কলেজগুলির নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন ওঠে। এবার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনরকম খামতি না থাকে সেই ব্যবস্থা নিল মেডিকেল কর্তৃপক্ষ। আগে থেকেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরের বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। ইতিমধ্যে কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরা আরও বাড়িয়েছে।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগে ১৭৮ টি সিসিটিভি ক্যামেরা ছিল। নতুন করে আরও ২২৮ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে ইতিমধ্যে। এছাড়াও মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এজেন্সির মাধ্যমে নিরাপত্তা রক্ষী রয়েছে। ইতিমধ্যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এজেন্সির মাধ্যমে আরও ৫৭ জন নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছে। তাদের মধ্যে মহিলা রয়েছেন ৩৩ জন পুরুষ ২৪ জন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল পার্থপ্রতি মুখোপাধ্যায় বলেন, অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এজেন্সির মাধ্যমে আরো নিরাপত্তারককে নিয়োগ করা হয়েছে। নিরাপত্তা বাড়াতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2024 11:35 PM IST