স্বাধীণতা দিবসের প্রাক্কালে বড়সড় মাদকচক্র ফাঁস, জুয়ার ঠেকেও হানা! পুলিশের ধরপাকড়ে মালদহে গ্রেফতার ১১

Last Updated:

স্বাধীনতা দিবসের প্রাক্কালে মালদহ জেলা জুড়ে বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ।

মালদহে পৃথক তিনটি অভিযানে বড়সড় সাফল্য জেলা পুলিশের
মালদহে পৃথক তিনটি অভিযানে বড়সড় সাফল্য জেলা পুলিশের
মালদহ, জিএম মোমিনঃ স্বাধীণতা দিবসের আগের দিন মালদহ জেলায় পৃথক তিন অভিযানে বড়সড় সাফল্য জেলা পুলিশের। জেলার পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে মাদক পাচারকাণ্ডে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে আর এক জায়গায় জুয়ার আসর থেকে ৭ জনকে গ্রেফতার করল মালদহ জেলা পুলিশ। পৃথক তিনটি জায়গা থেকে মোট ১১ জন গ্রেফতার হয়েছে।
বিপুল পরিমাণে ব্রাউন সুগার পাচারকাণ্ডে কালিয়াচক থানা এবং ইংরেজ বাজার থানা এলাকা থেকে মোট চারজনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃতদের নাম আমিরুল ইসলাম, জামিউল ইসলাম, হাজিকুল ইসলাম। এরা তিনজনই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম ব্রাউন সুগার। চতুর্থজন বিহারের বাসিন্দা। নাম আনন্দ রাজ। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় ১ কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার।
advertisement
আরও পড়ুনঃ কম পয়সায় ব্রাউন সুগারের নেশা! পুলিশের চোখে ধুলো দিয়ে… মালদহে গোপন অভিযানে ফাঁস কুকীর্তি, কীভাবে সম্ভব?
অন্যদিকে, মালদহ শহরের বিশ্বনাথ মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৫৭০০ টাকার বোর্ড মানি-সহ ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করে ইংরেজ বাজার থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার পুলিশি হেফাজতের আবেদনে মালদহ জেলা আদালতে পেশ করেছে জেলা পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, “স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলা জুড়ে বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলব, সন্দেহজনক কোন জিনিস বা কোন ব্যক্তি দেখলে পুলিশকে খবর দিন। জেলার একাধিক জায়গায় অভিযান চলছে। পৃথক অভিযানে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে গ্রেফতার করা হচ্ছে। জেলা পুলিশ যথেষ্ট সক্রিয় রয়েছে।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
স্বাধীণতা দিবসের প্রাক্কালে বড়সড় মাদকচক্র ফাঁস, জুয়ার ঠেকেও হানা! পুলিশের ধরপাকড়ে মালদহে গ্রেফতার ১১
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement