Malda Theft : মালকিনের অজান্তে আলমারি থেকে ১৪ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে ধৃত পরিচারিকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Malda Theft : শেষ রক্ষা হল না । ধরা পড়লেন পুলিশের হাতে । উদ্ধার হল ১৮৩ গ্রাম সোনার গয়না ।
ইংরেজবাজার : মালকিনের অজান্তে দিনের পর দিন আলমারি থেকে সোনার গয়না সরাচ্ছিলেন পরিচারিকা। এই অভিযোগ মালদেহর ইংরেজবাজার বিবিগ্রাম এলাকার ৷ অভিযোগ, একমাসেরও বেশি সময় ধরে চলছিল এই হাতসাফাই । মালিকের দাবি, হাতিয়ে নিয়েওছিলেন প্রায় ১৪ লক্ষ টাকার সোনার গয়না। কিন্তু, শেষ রক্ষা হল না । ধরা পড়লেন পুলিশের হাতে । উদ্ধার হল ১৮৩ গ্রাম সোনার গয়না ।
জানা গিয়েছে , ইংরেজবাজারের বিবিগ্রাম এলাকার একটি আবাসনের বাসিন্দা বেনজির পারভেজ । মাস দেড়েক আগে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে নিজের এবং পরিবারের সদস্যদের সোনার গয়না তিনি রেখেছিলেন বাড়ির আলমারিতে । এরপর গত ৩১ জুলাই আলমারি খুলে দেখেন গয়নার খালি বাক্স রয়েছে, ভেতরে গয়না উধাও । ঘটনার পরে ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হন তিনি । তদন্তে নেমে বাড়ির পরিচারিকা পুরাতন মালদহের দরগাপাড়ার বাসিন্দা জলি বিবিকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় সমস্ত গয়না।
advertisement
advertisement
আরও পড়ুন : মুরগি খেতে এসে খামারের জালে নিজেই আটকে পড়ল ১১ ফুট লম্বা বিশাল অজগর
পুলিশ জানিয়েছে, শিশুকে দেখভাল করার জন্য ওই বাড়িতে থাকতেন ধৃত মহিলা। এর ফাঁকেই তিনি সুযোগ বুঝে আলমারি থেকে গয়না সরান। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকারও করেছেন ওই মহিলা, দাবি পুলিশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2022 10:15 PM IST