Malda Theft : মালকিনের অজান্তে আলমারি থেকে ১৪ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে ধৃত পরিচারিকা

Last Updated:

Malda Theft : শেষ রক্ষা হল না । ধরা পড়লেন পুলিশের হাতে । উদ্ধার হল ১৮৩ গ্রাম সোনার গয়না ।

অভিযোগ, একমাসেরও বেশি সময় ধরে চলছিল এই হাতসাফাই
অভিযোগ, একমাসেরও বেশি সময় ধরে চলছিল এই হাতসাফাই
ইংরেজবাজার : মালকিনের অজান্তে দিনের পর দিন আলমারি থেকে সোনার গয়না সরাচ্ছিলেন পরিচারিকা। এই অভিযোগ মালদেহর ইংরেজবাজার বিবিগ্রাম এলাকার ৷ অভিযোগ, একমাসেরও বেশি সময় ধরে চলছিল এই হাতসাফাই । মালিকের দাবি, হাতিয়ে নিয়েওছিলেন প্রায় ১৪ লক্ষ টাকার সোনার গয়না। কিন্তু, শেষ রক্ষা হল না । ধরা পড়লেন পুলিশের হাতে । উদ্ধার হল ১৮৩ গ্রাম সোনার গয়না ।
জানা গিয়েছে , ইংরেজবাজারের বিবিগ্রাম এলাকার একটি আবাসনের বাসিন্দা বেনজির পারভেজ । মাস দেড়েক আগে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে নিজের এবং পরিবারের সদস্যদের সোনার গয়না তিনি রেখেছিলেন বাড়ির আলমারিতে । এরপর গত ৩১ জুলাই আলমারি খুলে দেখেন গয়নার খালি বাক্স রয়েছে, ভেতরে গয়না উধাও । ঘটনার পরে ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হন তিনি ।  তদন্তে নেমে বাড়ির পরিচারিকা পুরাতন মালদহের দরগাপাড়ার বাসিন্দা জলি বিবিকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় সমস্ত গয়না।
advertisement
advertisement
আরও পড়ুন :  মুরগি খেতে এসে খামারের জালে নিজেই আটকে পড়ল ১১ ফুট লম্বা বিশাল অজগর
পুলিশ জানিয়েছে, শিশুকে দেখভাল করার জন্য ওই বাড়িতে থাকতেন ধৃত মহিলা। এর ফাঁকেই তিনি সুযোগ বুঝে আলমারি থেকে গয়না সরান। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকারও করেছেন ওই মহিলা, দাবি পুলিশের।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda Theft : মালকিনের অজান্তে আলমারি থেকে ১৪ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে ধৃত পরিচারিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement