Malda News: স্থানীয় যুবকের সঙ্গে ফোনে কথোপকথনের পর নিখোঁজ! বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার ‌কিশোরীর দেহ, বিস্ফোরক অভিযোগ পরিবারের

Last Updated:

Malda News: পরিবারের সদস্যদের অভিযোগ, প্রেমঘটিত সম্পর্কের জেরে কেউ বা কারা তাঁকে খুন করেছে। কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগের তির উঠেছে।

মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য
মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য
মালদহ, জিএম মোমিনঃ এক যুবকের সঙ্গে ফোনে কথা বলার পর নিখোঁজ হয়ে গিয়েছিলেন কিশোরী। এরপর কেটে যায় প্রায় চার দিন। এবার বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার হল সেই নিখোঁজ ‌কিশোরীর মৃতদেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে মৃতার পরিবার। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে মালদহের পুখুরিয়া থানার সম্বলপুর হরিপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম নিশাদ বানু‌ (১৬)। বাড়ি রতুয়ার ভালুকা এলাকায়।
মহারাজনগর হাই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন নিশাদ বানু‌। ছোটবেলা থেকেই মামার বাড়ি হরিপুর গ্রামে পড়াশোনা করতেন তিনি। দিন চারেক আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর পুকুর থেকে উদ্ধার হল এই কিশোরীর মৃতদেহ।
আরও পড়ুনঃ বাঙালি বিয়েতে নতুন ট্রেন্ড! বরের সুরক্ষায় আনা হল বাউন্সার বাহিনী, তাকিয়ে দেখল কাটোয়া শহর
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪-৫ দিন লাগাতার কোনও এক যুবকের সঙ্গে ফোনে কথা বলতেন নিশাদ বানু‌। এরপর আচমকাই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। এই ঘটনায় পুখুরিয়া থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। কিন্তু পুলিশ ও বাড়ির সদস্যেরা খোঁজাখুঁজির পরেও ওই কিশোরীর কোনও খোঁজ মেলেনি।
advertisement
advertisement
পরিবারের সদস্যদের অভিযোগ, প্রেমঘটিত সম্পর্কের জেরে কেউ বা কারা তাঁকে খুন করেছে। কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগের তির উঠেছে। তাঁর সঙ্গে নিশাদ বানুর ভালবাসার সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুখুরিয়া থানার পুলিশ। পুকুর থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর আসল রহস্য জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: স্থানীয় যুবকের সঙ্গে ফোনে কথোপকথনের পর নিখোঁজ! বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার ‌কিশোরীর দেহ, বিস্ফোরক অভিযোগ পরিবারের
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement