জেলায় বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ, আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার! কোন এলাকায় সবচেয়ে বেশি?
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
ম্যালেরিয়ার প্রকোপ কমাতে জেলা সদর হাসপাতালে জ্বরের সব রোগীকেই ম্যালেরিয়ার পরীক্ষা বাধ্যতামুলক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করল। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২৪ জন। ম্যালেরিয়ার প্রকোপ কমাতে জেলা সদর হাসপাতালে জ্বরের সব রোগীকেই ম্যালেরিয়ার পরীক্ষা বাধ্যতামুলক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলায় ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের মধ্যে আলিপুরদুয়ার ১ ব্লকের ১৮ জন, আলিপুরদুয়ার ২ ব্লকের ২৪ জন, কুমারগ্রাম ব্লকের ৫৮ জন, কালচিনি ব্লকের ১১ জন, ফালাকাটা ব্লকের ৫ জন, বীরপাড়া মাদারিহাট ব্লকের ৪ জন এবং আলিপুরদুয়ার পুর এলাকার ৪ জন রয়েছেন। এখনও পর্যন্ত কুমারগ্রাম ব্লকে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
আরও পড়ুনঃ ডাক্তার-সিস্টারের দেখা নেই! হাসপাতালের ওয়ার্ড সামলাচ্ছেন আয়া মাসি! চিকিৎসা করাতে এসে বিপাকে রোগীরা
জ্বরের রোগীদের গুরুত্ব দিয়ে চিকিৎসার জন্য ইতিমধ্যেই হাসপাতালে খোলা হয়েছে ফিভার ক্লিনিক। তবে আগের তুলনায় এই ম্যালেরিয়া প্রবণ জেলায় ম্যালেরিয়া অনেক কম বলে দাবি করেছেন হাসপাতালের সুপার ডা: পরিতোষ মন্ডল। তিনি বলেন, ‘জেলা সদর হাসপাতালে সব জ্বরের রোগীর ম্যালেরিয়া পরীক্ষা আমরা বাধ্যতামুলক করেছি। এই মুহুর্তে জেলা সদর হাসপাতালে একজন ম্যালেরিয়া রোগীর চিকিৎসা চলছে। জেলা জুড়ে ম্যালেরিয়া রোধে নানান ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দফতর’।
advertisement
advertisement
জানা গিয়েছে, কর্মসূত্রে অনেকদিন ধরে মুম্বইয়ে ছিলেন আলিপুরদুয়ার ২ ব্লকের চার মাইল দক্ষিণ সলসলাবাড়ির যুবক রঞ্জন বিশ্বাস। সেখানে জ্বরে আক্রান্ত হন তিনি। সেই জ্বর না কমায় চলতি মাসে বাড়ি ফিরে আসেন। এখানে পরীক্ষা করে দেখা যায়, ওই যুবক ম্যালেরিয়াতে আক্রান্ত। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে ভর্তি।
আরও পড়ুনঃ দাম মাত্র ৪০ থেকে শুরু, বাংলার ‘এই’ গ্রামে তৈরি শাঁখার দেশজুড়ে কদর! কিনতে যাবেন নাকি?
রঞ্জনের স্ত্রী রুমা বিশ্বাস বলেন, ‘অনেকেরই এখন জ্বর হচ্ছে। স্বামীর ম্যালেরিয়া ধরা পড়েছে। সব সময় মশারি টাঙিয়ে রাখছি। তবে চিকিৎসায় উনি সুস্থ হচ্ছেন’।
advertisement
চলতি বছর আলিপুরদুয়ারে ম্যালেরিয়ায় আক্রান্তদের ‘ট্র্যাভেল হিস্ট্রি’ খতিয়ে দেখার পর জানা গিয়েছে, আক্রান্তদের অন্তত ৩০% ভিনরাজ্য অথবা ভিন জেলা থেকে জ্বর নিয়ে জেলায় এসেছেন। কেউ আবার প্রতিবেশী রাষ্ট্র ভুটান থেকে জ্বর নিয়ে এসেছেন। পরে জ্বর পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁরা ম্যালেরিয়াতে আক্রান্ত। এই বিষয়টাই জেলার স্বাস্থ্যকর্তা থেকে চিকিৎসকদের একাংশের চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।
advertisement
জেলার স্বাস্থ্য কর্তারা জানাচ্ছেন, ম্যালেরিয়ায় আক্রান্ত হলে সেই রোগ দ্রুত নির্ণয় প্রয়োজন। সেটা না হলে মশাবাহিত এই রোগ তাঁর থেকে এলাকার বাকি আরও অনেকের মধ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 3:30 PM IST