Tourism Will Start Again: উত্তরবঙ্গের প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছিল সব, কিন্তু ক্ষত সারিয়ে পর্যটকদের জন্য রেডি মাদারিহাট
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Tourism Will Start Again: শীঘ্রই শুরু হতে চলেছে মাদারিহাটের পর্যটন
মাদারিহাট: খুব শীঘ্রই শুরু হতে চলেছে মাদারিহাটের পর্যটন। এই নিয়ে আশাবাদী এলাকার পর্যটন ব্যবসায়ীরা। দুর্যোগ কাটিয়ে সম্প্রতি শুরু হয়েছে জলদাপাড়ার পর্যটন। তবে মাদারিহাটের পর্যটন এখনও শুরু হয়নি। জলদাপাড়ার পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাদারিহাটের।
মাদারিহাটের টুরিস্ট লজের পাশে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান প্রবেশের ১ নম্বর গেটের টিকিট কাউন্টার। প্রাকৃতিক দুর্যোগের কারণে হলং নদীর জল বেড়ে যাওয়ায় তা বাঁধ ভেঙে প্রবেশ করে জলদাপাড়া টুরিস্ট লজে। পাশাপাশি টিকিট কাউন্টারেও দেখা গিয়েছিলো হাঁটু সমান জল।দুর্যোগের পরিস্থিতিতে টুরিস্ট লজ, টিকিট কাউন্টারে যাওয়ার কাঠের সেতু ভেঙে যায়। এরফলে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় এলাকাটি। পর্যটকদের এলাকা থেকে বের করতে নানান উপায় অবলম্বন করতে হয় প্রশাসনকে। কখনও কুনকি হাতি, কখনও জেসিবি ব্যবহার করতে হয়। দড়ি ধরেও নদী পাড় করেছিলেন পর্যটকরা। মাদারহাটের পর্যটন ব্যবসায়ীরা প্রশাসনের কাছে আর্জি রেখেছিলেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। বর্তমানে এই এলাকায় যোগাযোগের জন্য বিকল্প পথ বের করেছে প্রশাসন। চলছে সেই কাজ।
advertisement
পর্যটন ব্যবসায়ী জহরলাল সাহা জানান, “জেলা প্রশাসনের উদ্যোগে এই কাজ চলছে। মাদারিহাটের পর্যটন ব্যবসা নাহলে তলানিতে চলে যেত। জলদাপাড়া জাতীয় উদ্যানের ১ নম্বর গেট দিয়ে শীঘ্রই শুরু হবে পর্যটকদের সাফারি।”
advertisement
Ananya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 15, 2025 11:21 PM IST





