Lottery News: ভিন রাজ্যে কাজে যাওয়ার আগেই খুলে গেল ভাগ্য! মাত্র ১৫০ টাকায় কোটিপতি পরিযায়ী শ্রমিক!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Lottery News: ১৪ বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন ওই শ্রমিক! এক রাতেই বদলে গেল ভাগ্য! কোটি টাকা জিতলেন! জানুন
মালদহ: বদলে গেল পরিযায়ী শ্রমিকের জীবনযাপন। রাতারাতি কোটিপতি হলেন তিনি। মাত্র ১৫০ টাকায় লটারি কেটেছিলেন। তাতেই ভাগ্যের চাকা ঘুরে গেল। আর ভিন রাজ্যে শ্রমিকের কাজের জন্য যাওয়ার প্রয়োজন পড়বে না। কারণ তিনি লটারিতে জিতেছেন এক কোটি টাকা।ওই পরিযায়ী শ্রমিকের নাম মুন্না আলি। বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মারাডাঙ্গি গ্রামে।
জানা গিয়েছে,বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রীজ মোড়ে টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে ১৫০ টাকা দিয়ে ২৫ সেম ডিয়ার লটারি টিকিট কাটেন মুন্না। সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখেন যে, তিনি এক কোটি টাকা জিতেছেন। এর পরই আনন্দে আত্মহারা মুন্না-সহ পরিবারের সদস্যরা। তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বয়স্ক বাবা,স্ত্রী ও পুত্রকে নিয়ে মুন্নার সংসার। দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগেরে তিনিই।
advertisement
advertisement
১৪ বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন। অভাবের সংসারে স্বচ্ছলতা আনতে মাঝেমধ্যেই লটারির টিকিট কাটেন তিনি। আর সেই মতোই এদিন তিনি লটারির টিকিট কেটেছিলেন। আর তাতেই তিনি রাতারাতি কোটিপতি হয়েছেন। মুন্না বলেন, লটারি টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতব আশা করিনি। এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছা রয়েছে। এবং কিছু জমি কিনব। পাশাপাশি ছেলের পড়াশোনার জন্য টাকা জমিয়ে রাখব। হঠাৎ এমন লটারির টিকিটে টাকা পেয়ে আত্মহারা ওই শ্রমিক ও তার পরিবার।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2025 10:12 PM IST

