একদিকে জঙ্গল, অন্যদিকে নদী! নতুন বছরে এমনই জমজমাট 'পিকনিক স্পট' খুঁজছিলেন না?

Last Updated:

Picnic Spot: স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই গ্রীন পার্ক পিকনিক স্পটটি পরিচারলনা করেন। আলিপুরদুয়ারের দক্ষিণ লতাবাড়িতে রয়েছে গ্রীনপার্ক স্থানটি। বন ও পাশ দিয়ে বয়ে চলছে নদী, যা পিকনিকের পক্ষে অন‍্যতম স্থান।

+
গ্রিন

গ্রিন পার্ক

আলিপুরদুয়ার: বছরশেষে জমজমাট পিকনিকের আসর বসেছে আলিপুরদুয়ারের গ্রিন পার্ক পিকনিক স্পটে। বড়দিনের পর থেকেই পিকনিক করতে আসা মানুষের ভিড় দেখা গিয়েছে এই পিকনিক স্পটে। ডিসেম্বর, জানুয়ারি মাস মানেই পিকনিকের জন্য মন আনচান করে সকলের। আলিপুরদুয়ারবাসীর কাছে পিকনিকের আদর্শ স্থান হয়ে উঠেছে গ্রিনপার্ক।
আরও পড়ুন- চিনেবাদাম বেচতেন RBI-এর সামনে, আড়ালে ভয়ঙ্কর এই ‘হাতের কাজ’…! কে সেই ‘মাস্টারমাইন্ড’? যা জানা গেল, শিউরে উঠবেন
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই গ্রীন পার্ক পিকনিক স্পটটি পরিচারলনা করেন। আলিপুরদুয়ারের দক্ষিণ লতাবাড়িতে রয়েছে গ্রীনপার্ক স্থানটি। বন ও পাশ দিয়ে বয়ে চলছে নদী, যা পিকনিকের পক্ষে অন‍্যতম স্থান। বছরের অন্যান্য সময়েও এই এলাকায় দেখা যায় মানুষের ভিড়। জঙ্গল থেকে অনেকটাই দূরে রয়েছে এলাকাটি। যার ফলে হাতি-সহ অন্যান্য বন্যপ্রাণীর আক্রমণের ভয় নেই এই পিকনিক স্পটটিতে।
advertisement
advertisement
গ্রীণ পার্ক পিকনিক স্পটটি পরিচালনার দায়িত্বে রয়েছে সেল্ফহেল্প গ্রুপের মহিলারা। মোট চব্বিশ জন মহিলা মিলে এই পিকনিক স্পটটি দেখভাল করেন।গ্রীণ পার্কে ঢুকতে জন প্রতি পনেরো টাকা করে নেওয়া হয়।ছোট গাড়ি নিয়ে ঢুকলে পঞ্চাশ টাকা ও বড় বাস ঢুকলে দু’শ টাকা পার্কিং চার্জ দিতে হয়।
advertisement
এলাকাটির পরিচ্ছন্নতার জন্য কুড়িটি বাস্কেট বসানো রয়েছে। যারা পিকনিক করতে আসে তাদের অনুরোধ করা হয় বাস্কেটগুলি নোংরা ফেলানোর জন্য ব্যবহার করতে। শিশুদের জন্য দোলনা বসানো হয়েছে।ঘোড়া আনা হয়েছে। পিকনিক করতে আসা মানুষদের থেকে যা মিলবে তা জমিয়ে পিকনিক স্পটটির আরও উন্নতি করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
অনন্যা দে 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
একদিকে জঙ্গল, অন্যদিকে নদী! নতুন বছরে এমনই জমজমাট 'পিকনিক স্পট' খুঁজছিলেন না?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement