Malda News: রাজনৈতিক ভাষণের কচকচানি নয়! গম্ভীরা, বাউলের সুরে প্রার্থীর হয়ে ভোট প্রচার...অভিনব কৌশল বিজেপির
- Published by:Satabdi Adhikary
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বাউল ও গম্ভীরার আয়োজন করছে বিজেপি প্রার্থী, গানের মাধ্যমে করা হচ্ছে বিজেপির হয়ে ভোট প্রচার
মালদহ: ‘গম্ভীরা’ মালদহের ঐতিহ্য। গম্ভীরা গান বাঁধা হয় মালদহের নিজস্ব ভাষায়। এই গান মালদহবাসীর সহজ বোধগম্য। তাই এবার গম্ভীরা গানকেই ভোট প্রচারের হাতিয়ার করলেন দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।
শুধুমাত্র গম্ভীরা নয়, বাংলার বাউল গানের মধ্যে দিয়েও তিনি বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভোট প্রচার করছেন। গম্ভীরা শিল্পী ও বাউল শিল্পীরা প্রার্থীর হয়ে নতুন গান বেঁধেছেন। সেই গান পরিবেশন করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সেখানে উপস্থিত থাকছেন প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনিও গানের তালে তাল মেলাচ্ছেন।
বাউলের তালে দলীয় কর্মী সমর্থকেরা সঙ্গে নাচ করতেও দেখা যাচ্ছে প্রার্থীকে। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, ‘‘মালদহের ঐতিহ্য গম্ভীরা আর বাংলার ঐতিহ্য বাউল গান। এগুলি নিয়েই আমাদের পথ চলা। তাই এই বাউল গম্ভীরা গানের মাধ্যমেই ভোট প্রচার করছি।’’
advertisement
advertisement
আরও পড়ুন: ৪৫-এ পুড়ছে পানাগড়! কলকাতা ৪১…দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ, বৃষ্টি কবে হবে? জানাল আলিপুর
মালদহ শহরের সুকান্ত মোড়, রথবাড়ি মোড় সহ বিভিন্ন জনবহুল এলাকায় ছোট ছোট আখড়া তৈরি করে কোথাও গম্ভীরা আবার কোথাও বাউল গান পরিবেশন করা হচ্ছে। কোনও মঞ্চ বেঁধে নয়, খোলা আকাশের নীচেই এই ছোট ছোট আখড়াগুলো বসছে। গম্ভীরা ও বাউল গানের মাধ্যমে বিজেপির বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরা হচ্ছে। তুলে ধরা হচ্ছে শ্রীরূপা মিত্র চৌধুরী বিভিন্ন কথা।
advertisement
তাঁকে মানুষ ভোট দিলে কী হবে, আগামী পরিকল্পনা কী রয়েছে সমস্ত কিছুই গানের মাধ্যমে বোঝানো হচ্ছে। সাধারণ মানুষ ভিড় করে শুনছেন এই অভিনব ভোট প্রচার। কারণ এই প্রচারে কোনরকম রাজনৈতিক ভাষণ নেই, শুধুমাত্র গানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে প্রার্থী ও বিজেপির নানান গুণকথা।
আরও পড়ুন: প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও বুথে বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন ২৯৯ কোম্পানি
একদিকে বিনোদনের মধ্যে দিয়ে মানুষ ভোট প্রচার শুনছেন এই অভিনব পদ্ধতিতে। আগামীতে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এইভাবে ভোট প্রচারের পরিকল্পনা রয়েছে বিজেপি প্রার্থী ছিল শ্রীরুপা মিত্র চৌধুরীর বলে তিনি জানান। এই গম্ভীরা বা বাউল বাংলার ও মালদহের ঐতিহ্য তাই তিনি এই লোকগানকেই বেছে নিয়েছেন ভোট প্রচারের মাধ্যম হিসেবে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 20, 2024 12:47 PM IST