Lok Sabha Election 2024: দ্বিতীয় দফায় পাহাড়ে ভোট! দেখে নিন খুঁটিনাটি! 'নজরে দার্জিলিং'

Last Updated:

রাজ্যে দ্বিতীয় দফার ভোট শুরু হতে চলেছে আগামী ২৬ শে এপ্রিল। পাহাড়ে তৃণমূল, বিজেপি, কংগ্রেস জোট প্রার্থী নিজেদের প্রচারে সবটুকু দিয়েছেন।

দার্জিলিং লোকসভা কেন্দ্র
দার্জিলিং লোকসভা কেন্দ্র
দার্জিলিং: রাজ্যে দ্বিতীয় দফার ভোট শুরু হতে চলেছে আগামী ২৬ শে এপ্রিল। পাহাড়ে তৃণমূল, বিজেপি, কংগ্রেস জোট প্রার্থী নিজেদের প্রচারে সবটুকু দিয়েছেন। পাহাড়-জঙ্গল-চা বাগানে ঘেরা দার্জিলিং লোকসভা কেন্দ্র৷দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে মোট সাতটি বিধানসভা রয়েছে। এর মধ্যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং কালিম্পং জেলার কালিম্পং বিধানসভা রয়েছে। বাকি চারটি বিধানসভা দার্জিলিং জেলায় পড়ছে।
আরও পড়ুনঃ ৪ ফ্ল্যাট, ৩০ লক্ষের গাড়ি, কোটি কোটি টাকার গয়না… তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়ের সম্পত্তি অবাক করবে
দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবার মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৬৫ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৭৮ হাজার ১৪৮ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৭৫ হাজার ৫০৯ জন।তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪২ জন।মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৯৯৯টি। এর মধ্যে ৪০০টি শহরাঞ্চলে। দার্জিলিং-এর পুলবাজার ব্লকের অধীনে দুর্গম এলাকার তিনটি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা ২৪ এপ্রিল রওনা হবেন। সেই তিনটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে ৩৫০০ জন।
advertisement
advertisement
লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা আসনে ৮২ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। এই লোকসভা আসনের মোট ১৯৯৯টি বুথের প্রত্যেকটিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।দার্জিলিংয়ের জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক প্রীতি গোয়েল জানিয়েছেন, প্রতিটি বুথে সিসিটিভি বসিয়ে ওয়েব কাস্টিং বাধ্যতামূলক থাকছে। লোকসভার অধীনে মোট ৫৪টি মহিলা পরিচালিত অর্থাৎ মডেল বুথ রয়েছে।মহিলা পরিচালিত মোট ৫৪টি মডেল বুথের মধ্যে সবচেয়ে বেশি কালিম্পংয়ে ২৫টি বুথ রয়েছে। এছাড়া কার্শিয়াংয়ে সাতটি, দার্জিলিং, মাটিগাড়া- নকশালবাড়ি , শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়ায় পাঁচটি করে এবং চোপড়ায় দুটি বুথ রয়েছে।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: দ্বিতীয় দফায় পাহাড়ে ভোট! দেখে নিন খুঁটিনাটি! 'নজরে দার্জিলিং'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement