Lok Sabha Election 2024: প্রথম দফায় মাথা ব্যথার নাম কোচবিহার, মোতায়েন ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Last Updated:

Lok Sabha Election 2024: ১৯ এপ্রিল বাংলার তিন লোকসভা আসনে ভোট হবে- কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। এর জন্য মোট ২৬৩ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে। যারমধ্যে শুধু কোচবিহারেই ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

পুলিশের সঙ্গে আধাসেনার রুট মার্চ
পুলিশের সঙ্গে আধাসেনার রুট মার্চ
কোচবিহার: অষ্টাদশ লোকসভার নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ’র সংঘাতে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহার। জেলার বিভিন্ন এলাকায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে একাধিক অশান্তি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এদিকে ১৯ এপ্রিল প্রথম দফাতেই ভোট হবে কোচবিহার কেন্দ্রে। শান্তিপূর্ণভাবে এখানে ভোট করানোটাই এখন বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রথম দফায় কোচবিহার লোকসভায় বিপুল আধাসেনা মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশ।
১৯ এপ্রিল বাংলার তিন লোকসভা আসনে ভোট হবে- কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। এর জন্য মোট ২৬৩ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে। যারমধ্যে শুধু কোচবিহারেই ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মোতায়েন থাকবে যথাক্রমে ৭৫ ও ৬৩ কোম্পানি আধাসেনা। বাকি ১৩ কোম্পানিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আওতাভুক্ত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে মোতায়েন করা হবে।।
advertisement
advertisement
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ১৭৭ কোম্পানি আধাসেনা। সোমবারের মধ্যে আরও ১০০ কোম্পানি বাহিনী চলে আসবে। মোট এই ২৭৭ কোম্পানির মধ্যে প্রথম দফায় মোতায়েন করা হচ্ছে ২৬৩ কোম্পানি আধাসেনা। এরমধ্যে অর্ধেকের কিছু কম মোট ১১২ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে কোচবিহার কেন্দ্রে। রাজ্যে পৌঁছে যাওয়া কেন্দ্রীয় বাহিনীর একটা অংশ ইতিমধ্যেই উত্তরবঙ্গে এসে পৌঁছেছে। বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে রুটমার্চও শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: প্রথম দফায় মাথা ব্যথার নাম কোচবিহার, মোতায়েন ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement