Lok Sabha Election 2024: প্রথম দফায় মাথা ব্যথার নাম কোচবিহার, মোতায়েন ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Lok Sabha Election 2024: ১৯ এপ্রিল বাংলার তিন লোকসভা আসনে ভোট হবে- কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। এর জন্য মোট ২৬৩ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে। যারমধ্যে শুধু কোচবিহারেই ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে
কোচবিহার: অষ্টাদশ লোকসভার নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ’র সংঘাতে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহার। জেলার বিভিন্ন এলাকায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে একাধিক অশান্তি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এদিকে ১৯ এপ্রিল প্রথম দফাতেই ভোট হবে কোচবিহার কেন্দ্রে। শান্তিপূর্ণভাবে এখানে ভোট করানোটাই এখন বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রথম দফায় কোচবিহার লোকসভায় বিপুল আধাসেনা মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশ।
আরও পড়ুন: ভোট নিয়ে প্রত্যন্ত গ্রামের কৃষকরা কী বলছেন?
১৯ এপ্রিল বাংলার তিন লোকসভা আসনে ভোট হবে- কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। এর জন্য মোট ২৬৩ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে। যারমধ্যে শুধু কোচবিহারেই ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মোতায়েন থাকবে যথাক্রমে ৭৫ ও ৬৩ কোম্পানি আধাসেনা। বাকি ১৩ কোম্পানিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আওতাভুক্ত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে মোতায়েন করা হবে।।
advertisement
advertisement
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ১৭৭ কোম্পানি আধাসেনা। সোমবারের মধ্যে আরও ১০০ কোম্পানি বাহিনী চলে আসবে। মোট এই ২৭৭ কোম্পানির মধ্যে প্রথম দফায় মোতায়েন করা হচ্ছে ২৬৩ কোম্পানি আধাসেনা। এরমধ্যে অর্ধেকের কিছু কম মোট ১১২ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে কোচবিহার কেন্দ্রে। রাজ্যে পৌঁছে যাওয়া কেন্দ্রীয় বাহিনীর একটা অংশ ইতিমধ্যেই উত্তরবঙ্গে এসে পৌঁছেছে। বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে রুটমার্চও শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2024 11:01 AM IST