Alert: বাড়িতে একা থাকেন? সাবধান, এই একটি ভুলে সর্বস্ব শেষ হয়ে যেতে পারে আপনার
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
North Dinajpur News: প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে হঠাৎ করেই বাড়িতে প্রবেশ করছে এই সেলসম্যান সেজে থাকা দুষ্কৃতীদের দল।
উত্তর দিনাজপুর: বাড়িতে একা থাকেন? সাবধান হয়ে যান। ভর দুপুরে অচেনা কোন সেলসম্যান বাড়িতে প্রবেশ করলেই সতর্ক হয়ে যান না হলেই সর্বস্ব খোয়াতে পারেন নিমিষে। বর্তমানে নতুন কায়দায় চুরি করার একচক্র সক্রিয় হয়েছে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায়। বাড়ি বাড়ি গিয়ে সেলসম্যান সেজে সর্বস্ব লুট করে পালাচ্ছে এক যুগল। কখনও সুগন্ধি পারফিউম কখনও বা টাইলস বা বাসনপত্র পরিষ্কার করার পাউডার। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে হঠাৎ করেই বাড়িতে প্রবেশ করছে এই সেলসম্যান সেজে থাকা দুষ্কৃতীদের দল।
রবিবার সকালে এমনই একটি ঘটনার সাক্ষী থাকল কালিয়াগঞ্জ শহর। শহরের নয় নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায় আইসিডিএস কর্মী টুম্পা চৌধুরী। বেলা দশটা নাগাদ হঠাৎ টুম্পা দেবী যখন বাড়িতে একাই ছিলেন সেই সময় ভদ্রস্থ জামা কাপড় পড়ে দুইজন ছেলে হঠাৎই তার বাড়িতে আসে।
আরও পড়ুনIndian Railways: একটি রেলস্টেশনের দুটি ভিন্ন নাম! দুটির মধ্যে দূরত্ব ২ সেকেন্ড! খাস বাংলায় রয়েছে, জানেন কোথায়?
টুম্পা দেবী জানান যুবকরা বাসন পরিষ্কার করার টাইলস পাউডার বিক্রি করতে হঠাৎই বাড়িতে প্রবেশ করে। প্লাস্টিকের ব্যাগে সাদা পাউডার নিয়ে বাসন পরিষ্কার করেও দেখায়। দুজনের মধ্যে কথোপকথন চলাকালীন টুম্পা দেবীর সামনে হঠাৎই ছেলে দুটো একটি পুরিয়ার মধ্যে থাকা সাদা পাউডার সামনে আনতেই টুম্পা দেবী অজ্ঞান হয়ে পড়েন। সুযোগ বুঝেই ছেলে দুটো টুম্পা দেবীর আঙ্গুলে থাকা সোনার আংটি ,সোনার মালা খুলে পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরতেই পাড়া-প্রতিবেশী সহ কালিয়াগঞ্জ থানাতেও এই ঘটনায় অভিযোগ জানিয়েছেন টুম্পা দেবী।
advertisement
advertisement
যদিও এখনও পর্যন্ত সেই চোরেদের সন্ধান পায়নি পুলিশ।তবে সতর্ক হয়ে যান! টুম্পা দেবীর মত আপনিও এই ফাঁদে পড়তে পারেন। এই ব্যাপারে ক্রেতা সুরক্ষা দফতরের সভাপতি তপন চক্রবর্তী জানান,বাড়িতে সেলসম্যান সেজে কেউ আসলেই ঘরে প্রবেশ করতে দেবেন না। বাড়িতে যদি একা থাকেন আরও বেশি সতর্ক হতে হবে, প্রয়োজনে পাড়া প্রতিবেশীদের সাহায্য নিন। আপনার জিনিস কেনার প্রয়োজন হলে দোকানে গিয়ে জিনিস কিনুন। বাড়িতে আসা অচেনা মানুষের কাছ থেকে কোন জিনিস কিনবেন না।আপনার সামান্য একটি ভুল নিমিষেই বিপদ ডেকে আনতে পারে আপনার পরিবারের সকলের। তাই সতর্ক থাকুন সাবধান হোন।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2024 3:11 PM IST
