#শিলিগুড়ি: সরস্বতী পুজোর আলোকে ম্লান করে চলে গেল খুদে ৷ বাঙালির কাছে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে হলেও ছোটদের কাচএ সরস্বতী পুজো হল সব থেকে আনন্দের দিন ৷ সাতসকালে উঠে তাড়াতাড়ি কাঁচা হলুদ গায়ে মেখে স্নান করা ৷ স্কুলে পড়লে ভাল, না পড়লেও সবস্বতী পুজোকে কেন্দ্র করে ছোট থেকে বড় সবারই উন্মাদনা থাকে চরমে ৷ এমনই এক গল্প সামনে এসেছে জানা গিয়েছে লাল পাড় হলুদ শাড়ির বায়না ধরেছিল ছোট্ট মেয়ে ৷ সেই লাল পাড় শাড়িটিই জড়িয়ে ধরে মঙ্গলবার রাতে শুয়ে ছিল মিষ্টি মেয়ে ৷ স্কুলে লেখাপড়া শুরু করার পরে এই প্রথম সরস্বতী পুজো ৷
তাই বাবার কাছে বায়না ধরাতেই বাবা লাল পেড়ে হলুদ শাড়ি কিনে এনেছিলেন ৷ সাধ করে শাড়িটি পরিয়েছিলেন ঠাকুরমা ৷ ঠাকুরমার হাতে সাজুগুজু করে চার বছরের বর্ণালি অঞ্জলি দিতে মণ্ডপে বেরিয়েছিল ৷ বাড়ি থেকে বেরলেও ফেরেনি সে ৷ বৃহস্পতিবার সে বাড়ি ফিরেছিল কিন্তু চোখ বন্ধ করেই ৷ জানতে পারা গিয়েছে প্রতিমার সামনে রাখা প্রদীপের আলোতেই আচমকা বর্ণালীর শাড়ি ও পরচুলায় আগুন ধরেই গিয়েছিল ৷ অগিদগ্ধ অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে লড়াই করে ছোট্ট মেয়েটি তবে ২৪ ঘণ্টা টানা মৃত্যুর সঙ্গে লড়ে গিয়ে হার মানে ছোট্ট মেয়েটি ৷
একরত্তি মেয়ের মৃত্যুর খবর শুনে মায়ের অবস্থা শোকের সংজ্ঞা হারাচ্ছেন মা বীণা সরকার ৷ নিজের হাতেই নাতনিকে সাজিয়ে দিয়েছিলেন ঠাকুমা ৷ সে যের আর বাড়িতে ফিরবেনা এটা শুনে বারেবারে ঠাকুরমা ডুকরে ডুকরে কেঁদে উঠছেন ৷ শিলিগুড়ি ডাবগ্রাম ২ নং পঞ্চায়েতের ঠাকুরনগরের ভবেশ মোড়ের বাসিন্দা বিশ্বনাথ ও বীণা সরকারের একমাত্র মেয়ে বর্ণালী ৷ মেয়ের বায়না মেনে নিয়ে বাবা হলুদ শাড়ি ও পরচুলা কিনে এনেছিলেন ৷ সেই শাড়িতে আগুন লেগেই বিপত্তি হয়েছিল ৷ বাড়ির মেয়ে যেন সরস্বতী পুজোর আনন্দে সবাইকে কাঁদিয়ে ছাড়ল ৷ সরকার পরিবারে যেন শোকের ছায়া নেমে এসেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Child Died, North Bengal Medical College, Saraswati Puja 2020