ফাঁদ পেতেছিল বনদফতর! খাঁচায় ধরা পড়ল এটা কে? চক্ষু চড়কগাছ...

Last Updated:

বিগত কয়েকদিন ধরেই ওই এলাকায় লাগাতার চিতাবাঘের হামলা হচ্ছিল। যার জেরে আতঙ্কও বাড়ছিল। গ্রামের মানুষ বাড়ি ফিরতে বেশ ভয় পাচ্ছিলেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ফালাকাটা: বনদফতরের পাতা খাঁচায় বন্দি হল চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের খাউচাঁদ পাড়ার তিনবিঘা সংলগ্ন বড় মাঠ এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে স্থানীয় জনগণ ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায়। এরপর কাছে যেতেই দেখা যায় একটি চিতাবাঘ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে। এই খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরে। এরপর বনর্কর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই ওই এলাকায় লাগাতার চিতাবাঘের হামলা হচ্ছিল। যার জেরে আতঙ্কও বাড়ছিল। গ্রামের মানুষ বাড়ি ফিরতে বেশ ভয় পাচ্ছিলেন। এমনিতে ওদিককার গ্রামগুলিতে  সন্ধ্যার পরেই চিতাবাঘের হানার খবর শোনা যায়। ওই এলাকায় বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল, হাঁস, মুরগি। এর থেকে বাঁচতে স্থানীয়রা বনদফতরের কাছে খাঁচা পাতার আবেদন জানিয়ে আসছিল বহুদিন ধরে। অবশেষে আশা মিটলষ। দিন কয়েক আগে বনদফতর সেই ব্যবস্থা করে। অবশেষে চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি ফিরেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফাঁদ পেতেছিল বনদফতর! খাঁচায় ধরা পড়ল এটা কে? চক্ষু চড়কগাছ...
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement