Leopard Attack: বাগানের মধ্যে ঘাপটি মেরে বসে ছিল! হঠাৎ আক্রমণ দুই চা শ্রমিককে! তারপর...
- Published by:Bangla Digital Desk
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Tea Garden Leopard attack: ঘাপটি মেরে বসে ছিল চিতাবাঘ। যখনই শ্রমিকরা চা বাগানের পাতা তুলতে যায়, হঠাৎ ঝাঁপিয়ে পড়ে। চিতাবাঘের আক্রমণে আহত হলেন ভিন্ন ভিন্ন চা বাগানে চা বাগানের শ্রমিকেরা।
জলপাইগুড়ি: তিন কুড়ির পাতার ফাঁকে খাপটি মেরে বসে ছিল একটি চিতাবাঘ। যখনই শ্রমিকরা চা বাগানের পাতা তুলতে যায়, তখনই হঠাৎ আক্রমণ করে।
চিতা বাঘের আক্রমণে আহত হলেন ভিন্ন ভিন্ন চা বাগানে চা বাগানের শ্রমিকরা। এতেই বোঝা যাচ্ছে ক্রমশই বাড়ছে ডুয়ার্সের চিতাবাঘ সংখ্যা, বলে দাবি স্থানীয়দের। ক্রমশই চা বাগান এলাকাগুলিতে বাড়ছে চিতা বাঘের আক্রমণ আর তাতেই একদিকে চিন্তায় পড়ছে চা বাগানের এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
চা পাতা তুলতে গিয়ে চিতাবাঘের আক্রমণে আহত হলেন দুজন শ্রমিক। জলপাইগুড়ির ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এলাকা গুলিতে চিতাবাঘের আক্রমণে সতর্ক থাকেন মানুষ। কিন্তু দুর্ভোগ কপালে থাকলে কী হবে! চা বাগানে পাতা তোলার কাজ করতে গিয়ে বাঘের আক্রমণে দুটি পৃথক জায়গায় আহত হলেন ২ জন শ্রমিক।
advertisement
ঘটনাটি ঘটেছে মিনগ্লাস চা বাগানে। সেখানে পাতা তোলার কাজ করতে গিয়ে বাঘের আক্রমণে আহত হতে হয় এক চা শ্রমিককে। অপর দিকে, রানিচিরা চা বাগানে পাতা তোলার কাজ করতে গিয়ে চিতা বাগের হামলায় আহত হন আরও একজন। তাদের দুজনকেই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে, চিকিৎসা চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2024 9:25 PM IST