Dhupguri bye election: ধুপগুড়ি উপনির্বাচনেও বাম-কংগ্রেস জোট! তৃণমূল, বিজেপি-র আগেই প্রার্থী ঘোষণা সিপিএমের

Last Updated:

মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস এবং বামেরা।

সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়৷
সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়৷
রকি চৌধুরী, ধুপগুড়ি: জাতীয় তৃণমূলের সঙ্গে জোট হলেও রাজ্যে তার কোনও প্রভাব পড়বে না৷ ইন্ডিয়া জোট গঠনের পর এমনই দাবি করেছিলেন রাজ্যের সিপিএম এবং কংগ্রেস নেতারা৷ সেই দাবিতে অনড় থেকেই এবার ধুপগুড়ির উপনির্বাচনেও জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত নিল বাম-কংগ্রেস৷
আগামী ৫ সেপ্টেম্বর ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ এ দিনই সিপিএমের পক্ষ থেকে এই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দেওয়া হল৷ সূত্রের খবর, বাম প্রার্থীকে সমর্থন করে ধুপগুড়িতে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস৷ এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে বামফ্রন্ট সভাপতি বিমান বসুর আলোচনাও হয়েছে বলে খবর৷
এ দিন সিপিএমের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাদের প্রার্থী হবেন ঈশ্বরচন্দ্র রায়৷ পেশায় শিক্ষক ঈশ্বরচন্দ্র রায় প্রায় বিয়াল্লিশ বছর ধরে দলের সঙ্গে যুক্ত রয়েছেন৷ শিক্ষকতার পাশাপাশি ভাওয়াইয়া শিল্পী হিসেবে পরিচিতি রয়েছে তাঁর। অতীতে দু বার পঞ্চায়েত ভোটেও লড়েছেন তিনি। সিপিএম প্রার্থী ঘোষণা করে দিলেও এখনও ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি তৃণমূল এবং বিজেপি।
advertisement
advertisement
এর আগে মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস এবং বামেরা। সাগরদিঘিতে প্রার্থী দিয়েছিল কংগ্রেস, সমর্থন করেছিল বামফ্রন্ট। এবার ধুপগুড়িতে তার উল্টো ছবি। সাগরদিঘির মতোই ধুপগুড়িতেও বাম-কংগ্রেস জোট বাজিমাত করতে পারে কি না, সেটাই এখন দেখার।
গত ২৫ জুলাই প্রয়াত হন ধুপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়৷ তাঁর মৃত্যুর ফলে ওই আসনটি বিধায়কশূন্য হয়ে পড়েছিল৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri bye election: ধুপগুড়ি উপনির্বাচনেও বাম-কংগ্রেস জোট! তৃণমূল, বিজেপি-র আগেই প্রার্থী ঘোষণা সিপিএমের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement