Dhupguri bye election: ধুপগুড়ি উপনির্বাচনেও বাম-কংগ্রেস জোট! তৃণমূল, বিজেপি-র আগেই প্রার্থী ঘোষণা সিপিএমের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস এবং বামেরা।
রকি চৌধুরী, ধুপগুড়ি: জাতীয় তৃণমূলের সঙ্গে জোট হলেও রাজ্যে তার কোনও প্রভাব পড়বে না৷ ইন্ডিয়া জোট গঠনের পর এমনই দাবি করেছিলেন রাজ্যের সিপিএম এবং কংগ্রেস নেতারা৷ সেই দাবিতে অনড় থেকেই এবার ধুপগুড়ির উপনির্বাচনেও জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত নিল বাম-কংগ্রেস৷
এ দিন সিপিএমের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাদের প্রার্থী হবেন ঈশ্বরচন্দ্র রায়৷ পেশায় শিক্ষক ঈশ্বরচন্দ্র রায় প্রায় বিয়াল্লিশ বছর ধরে দলের সঙ্গে যুক্ত রয়েছেন৷ শিক্ষকতার পাশাপাশি ভাওয়াইয়া শিল্পী হিসেবে পরিচিতি রয়েছে তাঁর। অতীতে দু বার পঞ্চায়েত ভোটেও লড়েছেন তিনি। সিপিএম প্রার্থী ঘোষণা করে দিলেও এখনও ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি তৃণমূল এবং বিজেপি।
advertisement
advertisement
এর আগে মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস এবং বামেরা। সাগরদিঘিতে প্রার্থী দিয়েছিল কংগ্রেস, সমর্থন করেছিল বামফ্রন্ট। এবার ধুপগুড়িতে তার উল্টো ছবি। সাগরদিঘির মতোই ধুপগুড়িতেও বাম-কংগ্রেস জোট বাজিমাত করতে পারে কি না, সেটাই এখন দেখার।
গত ২৫ জুলাই প্রয়াত হন ধুপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়৷ তাঁর মৃত্যুর ফলে ওই আসনটি বিধায়কশূন্য হয়ে পড়েছিল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2023 8:47 PM IST