GTA Election: ফের অশান্তি পাহাড়ে? জিটিএ নির্বাচন মানছেন না, প্রতিবাদে বুধবার থেকে অনশনে বিমল গুরুং
- Published by:Uddalak B
Last Updated:
GTA Election: আগামী ২৬ জুন জিটিএ'র নির্বাচন হবে। গণনা হবে ২৯ জুন। আজ দার্জিলিংয়ে সর্বদলীয় বৈঠক শেষে একথা জানান, ডিভিশনাল কমিশনার এ আর বর্ধন।
#শিলিগুড়ি: জিটিএর নির্বাচনের বিরোধিতায় বিমল গুরুং। নিজের সিদ্ধান্তেই অনড় গোর্খা জনমুক্তি মোর্চা। নির্বাচনের বিরোধিতায় কাল বুধবার থেকে অনশনে বসছেন বিমল গুরুং। দার্জিলিংয়ের পাতলেবাসের দলীয় কার্যালয়ের সামনে অনশন শুরু করবেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। জিটিএর বিকল্প দাবী করেছিল মোর্চা। রাজ্যের সঙ্গে কথা বলে বিকল্প প্রস্তাবও দেয় তারা। কিন্তু রাজ্য নির্বাচনের পক্ষেই ছিল। আর দিনক্ষন ঘোষণার পরই টানা ৫ ঘন্টা বৈঠকে বসে মোর্চার কেন্দ্রীয় কমিটি। নির্বাচনের বিরোধিতায় অনড় দলীয় নেতৃত্ব। গুরুং জানান, রাজ্যের শাসক দলের সঙ্গে গত বিধানসভা নির্বাচনে জোট করেছিলাম। আমরা জিটিএ চাই না। তাই কাল থেকেই অনশন শুরু হচ্ছে। পরবর্তী রণনীতি ধীরে ধীরে সামনে আসবে। কাল সকাল ১১টায় অনশন শুরু করবেন গুরুং।
এদিকে জট কাটিয়ে উঠেছে জিটিএর নির্বাচন। আগামী ২৬ জুন জিটিএ'র নির্বাচন হবে। গণনা হবে ২৯ জুন। আজ দার্জিলিংয়ে সর্বদলীয় বৈঠক শেষে একথা জানান, ডিভিশনাল কমিশনার এ আর বর্ধন। আগামী ২৭ মে নির্বাচনী নির্দেশিকা জারি করা হবে। ওইদিন থেকেই মনোনয়ন জমা পর্ব শুরু। চলবে টানা ৭ দিন। সম্প্রতি পাহাড় সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করে গিয়েছিলেন মে অথবা জুনে ভোট হবে। সেইমতো নির্দেশিকা আসে নবান্ন থেকেও। ১০ বছর পর ভোট হবে জিটিএর।
advertisement
advertisement
অন্যদিকে জিটিএ'র নির্বাচনে "না" বিজেপি, জিএনএলএফের। "জিটিএ'র নির্বাচন আদপে ঠিকাদারদের টেন্ডার প্রক্রিয়া। এই টেণ্ডার প্রক্রিয়ায় আমরা এবং জোটসঙ্গীরা অংশ নেব না। কেননা বিজেপি ও তার সহযোগীরা ঠিকাদার নয়। জিটিএ একটি অসাংবিধানিক সংস্থা, না এর কোনও ক্ষমতা আছে, না এর কোনও আইন প্রনয়নের ক্ষমতা আছে এবং এটা গোর্খা বিরোধী। তাই এই নির্বাচনে যাচ্ছি না। উল্টে কী ভাবে এই ভোট হয়, তা নিয়ে আইনের পথে যাবো। রাস্তায় নেমে আন্দোলন হবে।" আজ বাগডোগরা বিমানবন্দরে একথা বলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। তবে বিমল গুরুং এর সঙ্গে এনিয়ে কোনও কথা হয়নি। তবে যারা গোর্খাদের কথা ভাবে তারা নির্বাচনে যাবে না বলেই মত তাঁর। যদিও নির্বাচনকে স্বাগত জানিয়েছে অনীত থাপা এবং অজয় এডওয়ার্ডের দল।
advertisement
Partha Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2022 8:11 PM IST