Laxmi Puja: ফসল ফলনের উদ্দেশ্যে বংশ পরম্পরায় হয়ে আসছে লক্ষীপুজো টেনোহরি গ্রামে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
কৃষিই গ্রাম বাংলার প্রধান আয়ের উৎস। ফসল ফলনের উদ্দেশ্যে বংশ পরম্পরায় হয়ে আসছে লক্ষীপুজো টেনোহরি গ্রামে। কিন্তু একটা সময় খরার কারণে গ্রামবাংলায় তেমন ফসল হত না। সেই সময় থেকেই রায়গঞ্জ ব্লকের টেনোহরি গ্রামে সূচনা হয় লক্ষীপুজোয়। বংশ পরম্পরায় সেখানে ফসল ফলনের উদ্দেশ্যে হয়ে আসছে বারোয়ারি লক্ষীপুজো। এবারেও একই দৃশ্য দেখা গেল ওই গ্রামে।
উত্তর দিনাজপুর: কৃষিই গ্রাম বাংলার প্রধান আয়ের উৎস। ফসল ফলনের উদ্দেশ্যে বংশ পরম্পরায় হয়ে আসছে লক্ষীপুজো টেনোহরি গ্রামে। কিন্তু একটা সময় খরার কারণে গ্রামবাংলায় তেমন ফসল হত না। সেই সময় থেকেই রায়গঞ্জ ব্লকের টেনোহরি গ্রামে সূচনা হয় লক্ষীপুজোয়। বংশ পরম্পরায় সেখানে ফসল ফলনের উদ্দেশ্যে হয়ে আসছে বারোয়ারি লক্ষীপুজো। এবারেও একই দৃশ্য দেখা গেল ওই গ্রামে।
বৃহস্পতিবার সকাল থেকেই পুজোর জোগাড় করতে ব্যস্ত গৃহিণীরা, আল্পনা এঁকে সুন্দর করে সাজিয়ে তুলেছে পুজো মণ্ডপটি। ঘরে ঘরে বরণ করে নেওয়া হচ্ছে মা লক্ষীকে ।আবার ওই গ্রামেই সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বারোয়ারী লক্ষীপুজো। পুজোকে কেন্দ্র করে মেলাও হয় পুজো প্রাঙ্গণে। এবারেও সেই মেলা হবে শুক্রবার বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্য বিপ্লব দাস।
advertisement
advertisement
তিনি বলেন প্রায় ষাট বছর ধরে বংশ পরম্পরায় হয়ে আসছে লক্ষীপুজো। সকলে মিলে মায়ের কাছে প্রার্থনা করেন গ্রামে ফসল যেন উৎপাদন ভালোমত হয় আর তাতে লাভবান হন গ্রামবাসী। এই গ্রাম কৃষি নির্ভর গ্রাম তাই বহু বছর ধরে সাড়ম্বরে পূজিত হন মা লক্ষী।
advertisement
নতুন প্রজন্মের রিয়া দাস। তিনি জানান বছরের এই সময়টায় মামার বাড়ি আসেন শুধুমাত্র এই পুজোর টানে। বলা যায় দুর্গা পুজোর চেয়েও বেশি আনন্দ হয় এখানকার লক্ষী পুজোয়। এমনকি মেলাকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন এলাকাবাসি বলেও জানিয়েছেন তিনি।
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 17, 2024 2:06 PM IST