Street Food: ঘণ্টার টিং টিং শুনলেই জমে যায় ভিড়! কুলফি দাদুর ‘ক্ষীর কুলফি’র সিক্রেটটা কী? বলে দিলেন নিজেই
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Kulfi: ঘণ্টার টিং টিং আওয়াজ! আওয়াজটা শুনলেই কুলফি দাদুকে ঘিরে ভিড়। কাঠফাটা রৌদ্রতে গ্রাম বাংলায় এই ধরনের চিত্র দেখা যায়। তবে এই কুলফি দাদু নারায়ণ বাবুর তৈরি কুলফি আর দশটা কুলফির থেকে একটু হলেও আলাদা।
দক্ষিণ দিনাজপুর: ঘণ্টার টিং টিং আওয়াজ! আওয়াজটা শুনলেই কুলফি দাদুকে ঘিরে ভিড়। কাঠফাটা রৌদ্রতে গ্রাম বাংলায় এই ধরনের চিত্র দেখা যায়। তবে এই কুলফি দাদু নারায়ণ বাবুর তৈরি কুলফি আর দশটা কুলফির থেকে একটু হলেও আলাদা।
নিজের হাতে কুলফি তৈরি করে সাইকেলে চেপে গঙ্গারামপুর শহর-সহ শহর লাগোয়া এলাকায় দীর্ঘ প্রায় ৬ বছর যাবত কুলফির ব্যবসা করে আসছেন তিনি।
নিজের হাতে যত্ন সহকারে কুলফি বানানোর জন্য এলাকা জুড়ে যথেষ্ট খ্যাতি রয়েছে নারায়ণ সরকারের। এই বিষয়ে কুলফি বিক্রেতা নারায়ণ সরকার জানান, “বয়সের ভারে এখন ভারী কাজ করে ওঠা সম্ভব হয়ে উঠে না। তাই সহজ কাজ হিসেবে তিনি এই ক্ষীর কুলফিকেই বেছে নিয়েছেন। এই গরমে চাহিদাও রয়েছে বেশ।”
advertisement
advertisement
জানা গেছে, কুলফি দাদুর বিশাল সম্ভার নয়, তবে প্রতিদিনই তিনি পরিমাণ মতন কুলফি তৈরি করে থাকেন। তাঁর এই ক্ষীরকুলফি তৈরি হয় দুধ, চিনি, কিসমিস, দারচিনির গুঁড়ো দিয়ে। তৈরি করেই জমাট করা হয় কয়েক ঘন্টা। প্রতিদিনই এই কুলফি দাদু নিজের তৈরি কুলফি বরফ দেওয়া হাঁড়ির মধ্যে নিয়ে বিক্রির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সারাদিন শেষে কুলফি বিক্রি শেষ করে বিকেলে বাড়ি ফেরা।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2024 7:37 AM IST