Aman Paddy Cultivation: আবহাওয়ার খামখেয়ালিতে আমন চাষ করুন এই পদ্ধতি মেনে! জানুন কৃষিবিজ্ঞানীর মত
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:purnendu mondal
Last Updated:
আমন ধান চাষ করলে মেনে চলুন এই কিছু নিয়ম। কৃষি বিজ্ঞানীর মতামত জেনে নিন। ফলন হবে দ্বিগুন।
উত্তর দিনাজপুর: জেলায় জেলায় চলছে আমন ধানের বীজ রোপণ। কোন পদ্ধতিতে আমন ধান চাষ করলে ভাল ফলন পাবেন জানেন? কৃষিবিদ গোপেশ্বর রায় জানান,আমন ধান মূলত দুই প্রকার রোপা আমন ও বোরো আমন। রোপা আমন অন্য জমিতে চারা প্রস্তুত করে সেই চারা ক্ষেতে রোপণ করে ধান উৎপন্ন হয় বলে এই নাম। রোপা আমন মূলত আষাঢ় মাসে বীজতলায় বীজ বোনা হয়, শ্রাবণ ভাদ্র মাসে মূলত জমিতে রোপণ করা হয় এবং কার্তিক,অগ্রহায়ণ,পৌষ মাসে ধান কাটা হয়।
এছাড়া বোরো আমন ধান বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস থেকে বীজ লাগানো হয়। ও তিন মাস পর আশ্বিন,কার্তিকে ধান কাটা হয়। আমন ধানের ভাল ফলন পেতে গেলে প্রথমেই ভাল জাত নির্বাচন করতে হবে। আমন ধানের জন্য ভাল বীজ নির্বাচন, জমি তৈরি, সঠিক সময়ে বপন বা রোপণ,আগাছা দূরীকরণ,সার ব্যবস্থাপনা,জল ব্যবস্থাপনা ও সম্পূরক সেচ এই সব বিষয় নজর দিতে হবে। আমন ধানের কিছু পরিচিত জাত হল বিআর৪, বিআর৫, বিআর১০, এছাড়া হাইব্রিড,স্বর্ণ,হাজার বিবি বিভিন্ন ধরনের জাত বাজারে পাওয়া যায়।
advertisement
advertisement
বীজতলা তৈরি ও বীজ বপনের সময়: উঁচু এবং উর্বর জমিতে বীজতলা তৈরি করতে হবে। যেখানে বন্যার জল ওঠার সম্ভাবনা নেই। যেসব এলাকায় উঁচু জমি নেই সেসব এলাকায় ভাসমান বীজতলা তৈরি করার জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়া চারা রোপণের সময় অবশ্যই লাইন বা সারিবদ্ধভাবে চারা রোপণ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচলের জন্য উত্তর দক্ষিণ বরাবর সারি করে লাগানো ভাল। এছাড়া ধান কেটে প্রায় সময় বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। সেক্ষেত্রে বিভিন্ন ছত্রাক নাশক সার পটাশ সার ইত্যাদি ব্যবহার করতে হবে। এইভাবেই কিছু কিছু পদ্ধতি মেনে আমন ধান চাষ করলে ধানের ভাল ফলন পাবেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2024 5:44 PM IST






