ডুয়ার্সের সুন্দর রিসোর্ট, সেখানে শুয়ে রয়েছে ওটা কী? সাক্ষাৎ যমদূত যেন!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
King Cobra- ডুয়ার্সের এক বেসরকারি রিসোর্ট রাতের অন্ধকারের চিকচিক আলোর মধ্যে শুয়ে রয়েছে বিশাল আকৃতির কিং কোবরা।
জলপাইগুড়ি: ডুয়ার্সের এক বেসরকারি রিসোর্ট রাতের অন্ধকারের চিকচিক করা আলোর মধ্যে শুয়ে রয়েছে বিশাল আকৃতির কিং কোবরা! দূর থেকে ঠিকমতো দেখতে পাননি অনেকে। কিন্তু সামনে গিয়ে একটা শব্দ শুনতেই একটু সন্দেহ হয়। রিসোর্টের কর্মচারীরা সামনে গিয়ে দেখেন, ১৪ ফিটের বিশাল কিং কোবরা।
সেই দেখে হতবাক ডুয়ার্সের ঘুরতে এসে পর্যটকেরা। ঘটনাস্থলে তৎক্ষণাৎ বনকর্মীদের খবর দেওয়া হয় এবং সর্পপ্রেমীদেরও। তাঁরা এসে দীর্ঘ প্রায় ৪৫ মিনিট লড়াই করে সেই কিং কোবরাকে নিজেদের আওতায় নিয়ে আসেন। গরম পড়তে না পড়তেই গত কয়েক দিনে ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি কিং কোবরা উদ্ধার হল।
আরও পড়ুন- ডুয়ার্সের রিসোর্টে শুয়ে রয়েছে বিশাল কিং কোবরা, হতবাক পর্যটকরা
ডুয়ার্সের মাটিয়ালী ব্লকের ধূপঝোড়ার একটি বেসরকারি রিসোর্ট থেকে একটি বিশালাকার এই কিং কোবরা উদ্ধার হল। এদিন সন্ধেয় রিসোর্টের একজন কর্মী কিং কোবরা দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরে কর্মীরাও। এর পর বেশ কিছুক্ষণের চেষ্টায় সর্পপ্রেমী কিং কোবরাটি উদ্ধার করে বনদফতর হাতে তুলে দেন। এদিকে রিসোর্টে কিং কোবরার খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিং কোবরাটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গেছে।
advertisement
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 7:47 PM IST