Kaushiki Amavasya Puja:গা ছমছমে বনে তেঁতুলগাছের নীচে ৫০০ বছরের প্রাচীন পাতালচণ্ডী মন্দিরে কৌশিকী অমাবস্যার পুজোয় অগণিত ভক্ত সমাগম
- Reported by:Harashit Singha
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kaushiki Amavasya Puja: ৫০০ বছরের প্রাচীন এই পাতাল চন্ডী মন্দির, গত কয়েক বছর ধরে প্রতি অমাবস্যায় পূজো হচ্ছে, কৌশিকী অমাবস্যায় জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হল পুজো
হরষিত সিংহ, মালদহ: চারিদিকে অন্ধকার, সাধারণের যাতায়াত তেমন নেই। আমবাগান ঘেরা চারিদিক, বিশাল তেঁতুলগাছের নীচে দেবী-বিগ্রহ। মন্দিরের পাশেই বিশাল জলাশয়। এমন এক নিঝুম পরিবেশে ৫০০ বছরের প্রাচীন মন্দির প্রাঙ্গণে চলছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে পুজো অর্চনা যজ্ঞ। বিশাল আয়োজন, ভক্ত সমাগমে মন্দির প্রাঙ্গনে বিশাল যজ্ঞ অনুষ্ঠিত হল কৌশিকী অমাবস্যার রাতে।
মালদহের ইংরেজবাজার ব্লকের কাঁটাগড় এলাকায় রয়েছে প্রাচীন এই মন্দির। একসময় ঘন জঙ্গলে ঘেরা ছিল চারিদিক। এই মন্দির তৈরি হয়েছিল গৌড়ে সেনবংশের আমলে। বর্তমানে এই পাতালচণ্ডী মন্দির এক ঐতিহাসিক নিদর্শন। তবে এখনও বহু মানুষের কাছে অজানা এই মন্দিরের ইতিহাস। এই মন্দির প্রাঙ্গণে কৌশিকী অমাবস্যার রাতে অনুষ্ঠিত হল এক বিশাল যজ্ঞ। প্রায় এক কুইন্টাল চন্দন কাঠ দিয়ে যজ্ঞের আয়োজন করা হয়েছিল। গভীর রাত পর্যন্ত চলে পাতালচণ্ডী মন্দির প্রাঙ্গনে কালীপুজো ও যজ্ঞের অনুষ্ঠান। প্রায় প্রায় দুই শতাধিক ভক্তের সমাগম ঘটেছিল মন্দির প্রাঙ্গণে এদিন গভীর রাতে। পুরোহিত দিবাকর বাগচী বলেন, বহু প্রাচীন এই মন্দির। প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয়। প্রচুর ভক্ত আসেন। এই মন্দিরের পরিবেশ একেবারেই অন্যরকম। নিরিবিলি পরিবেশে এই মন্দির রয়েছে।
advertisement
আরও পড়ুন : ‘একেবারে অচেনা হয়ে গেলি’…কাঞ্চনের ক্ষমাপ্রার্থনায় রাজনীতি দেখছেন দেবলীনা, মন্তব্যে বাকরুদ্ধ সুদীপ্তা
অন্যান্য মন্দিরের থেকে এই মন্দির প্রাঙ্গণের পরিবেশ একেবারেই আলাদা। আমবাগান ঘেরা ঘন জঙ্গল এক পাশে বিশাল জলাশয়। এই বছর প্রথম নয়, গত কয়েক বছর ধরেই কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রাচীন এই মন্দির প্রাঙ্গনে হয়ে আসছে পুজা অনুষ্ঠান। যদিও ধীরে ধীরে এই মন্দিরে ভক্তের সমাগম বৃদ্ধি পাচ্ছে পুজো উপলক্ষে। জাঁকজমক হচ্ছে প্রাচীন মন্দির প্রাঙ্গণের পুজো।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 03, 2024 5:03 PM IST






