ছটপূজা উপলক্ষে সাতদিনের জন্য চালু হল কাটিহার-রাধিকাপুর স্পেশ্যাল ট্রেন
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
করোনা বিধি মেনে ছটপূজা উপলক্ষে প্রতিদিন একবার করে কাটিহার রাধিকাপুর স্পেশ্যাল ট্রেন চালু হল ।
Uttam Paul
#রায়গঞ্জ: রায়গঞ্জ ছটপূজা উপলক্ষে সাতদিনের জন্য কাটিহার রাধিকাপুর সাতস্পেশ্যাল ট্রেন আজ থেকে চালু হল। ট্রেন চালু হওয়ায় খুশী যাত্রীরা।
ছট পূজা উপলক্ষে আজ থেকে সাতদিনের জন্য কাটিহার রাধিকাপুর লোকাল ট্রেন চালু হল। দিনে একবার এই ট্রেন চলবে। করোনা সুরক্ষা বিধি মেনে এই ট্রেন চলাচল করবে। আজ সকাল ১০.৫৮ মিনিটে রায়গঞ্জ প্ল্যাটফর্মে ট্রেনটি এসে দাঁড়ায়। ট্রেন ছাড়ার আগেই ট্রেনটি স্যানিটাইজ করা হয়। তবে এ দিন ট্রেনের যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। রায়গঞ্জ ষ্টেশনে যাত্রীদের মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
advertisement
লোকাল ট্রেন চালু হওয়ায় খুশী যাত্রিরা। প্রতিদিন সকাল ৮.২৮ কাটিহার থেকে রায়গঞ্জে পৌঁছাবে। ১০.৫৮ মিনিটে ট্রেন রায়গঞ্জ থেকে ছেড়ে যাবে। বিহারের বাসিন্দা কৃষ্ণকান্ত দাস জানিয়েছেন, লকডাউনের পর থেকে রায়গঞ্জের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন হয়ে যায়। মোবাইলে কথা বলা ছাড়া তাঁদের আসা-যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। বিহার থেকে ঘুরপথে রায়গঞ্জে আসতে তাঁদের একশো টাকার উপর খরচ পড়ে। ট্রেনে আসতে মাত্র ২০ থেকে ৩০ টাকা খরচ হয় হয়। বিহার থেকে বিভিন্ন বাজার করতে রায়গঞ্জে আসতে হত। সেটা দীর্ঘ কয়েক মাস যাবদ বন্ধ হয়ে আছে। ট্রেন চালু হওয়ায় খুশী তাঁরা।
advertisement
বীরেন্দ্র কুমার যাদব নামে এক বিহারের বাসিন্দা জানান, দীর্ঘ কয়েকমাস যাদব লোকাল ট্রেন বন্ধ। ট্রেন বন্ধ থাকায় তাঁদের প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। আজ ট্রেন চালু হওয়ায় ভাল লাগছে। রায়গঞ্জ ষ্টেশন ম্যানেজার রাজু কুমার জানিয়েছেন, করোনা বিধি মেনে ছটপূজা উপলক্ষে প্রতিদিন একবার করে কাটিহার রাধিকার ট্রেন চলাচল করবে। আগামী সাত দিন এই ট্রেন চলাচল করবে বলে ষ্টেশন মাষ্টার জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2020 5:28 PM IST