Darjeeling News: পাহাড়ের তরুণ তরুণীদের কর্মসংস্থানে বিরাট উদ্যোগ! কালিম্পংয়ে চলছে জব ফেয়ার
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে কালিম্পং জেলার ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ হল 'চাকরি মেলা'। এই মেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 'কর্মদিশা' অ্যাপের বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করা হয়। এই অ্যাপের মধ্যেই সাইকোমেট্রিক পরীক্ষা দিয়ে ছাত্র-ছাত্রীরা কোন পথে গেলে সাফল্য মিলবে তা জেনে নিয়ে তাদের কেরিয়ারের পথকে সুনিশ্চিত করতে পারবে।
কালিম্পং: কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে কালিম্পং জেলার ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ হল ‘চাকরি মেলা’। এই মেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘কর্মদিশা’ অ্যাপের বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করা হয়। এই অ্যাপের মধ্যেই সাইকোমেট্রিক পরীক্ষা দিয়ে ছাত্র-ছাত্রীরা কোন পথে গেলে সাফল্য মিলবে তা জেনে নিয়ে তাদের কেরিয়ারের পথকে সুনিশ্চিত করতে পারবে।
ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কালিম্পং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চাকরি মেলা। এই মেলায় চাকরি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের ধারণা দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। অন্যদিকে কর্মদিশা অ্যাপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নিজেদেরকে ক্যারিয়ার কিভাবে সুনিশ্চিত করবে সেই সমস্ত বিষয়ের উপর একটি ট্রেনিং করানো হবে।
advertisement
advertisement
এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে কালিম্পং জেলার যুবক-যুবতীদের চাকরি দিয়ে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করাই মূল লক্ষ্য। এ প্রসঙ্গে কালিম্পং জেলা প্রশাসক বালা সুব্রামণিয়ম টি বলেন কালিম্পং জেলায় বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির কথা মাথায় রেখে কী করে মোবাইল অ্যাপ তৈরি করা যায় , লোকাল এন্টারপ্রেনারশিপ কি করে বাড়ানো যায় সেই সমস্ত বিষয়গুলিকে ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে ধরা হয়।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 05, 2024 4:36 PM IST