সুশান্তের মতো বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর CBI তদন্ত দাবি করলেন কৈলাস বিজয়বর্গীও

Last Updated:

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় যেমন সিবিআই তদন্ত দেওয়া তেমনি হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যু ঘটনায় সি বি আই তদন্ত দাবি করলেন বিজেপি সর্বভারতীয় সাধারন সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়

#রায়গঞ্জ :  বলিউডের নায়ক সুশান্ত সিং রাজপুত হত্যাকান্ডে যেমন সিবিআই তদন্ত দেওয়া হয়েছে তেমনি এখানকার জননায়ক বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া উচিত। হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুরোপরিকল্পনা করে খুন করা হয়েছে। এতে দুস্কৃতী, পুলিশ এবং তৃনমুল যুক্ত রয়েছে। তিনি আত্মহত্যা করেননি। সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, আশা সি বি আই তদন্তের নির্দেশ দেবেন সুপ্রিমকোর্ট। সিবিআই তদন্তেই সব বেড়িয়ে আসবে "। হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সাথে দেখা করতে এসে সাংবাদিকদের এমন কথাই বললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। প্রয়াত বিধায়কের পরিবারের প্রতি সমবেদনা জানালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। তাঁর সাথে ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক, উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী।
উল্লেখ্য, গত ১৩ জুলাই বাড়ি থেকে কিছুটা দূরে বালিয়ামোড় বাজার এলাকায় একটি বন্ধ মোবাইলের দোকানের সামনের বারান্দায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের। পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বললেও প্রয়াত বিধায়কের পরিবার ও বিজেপি দল খুনের অভিযোগ তুলে সরব হয়। দলীয় বিধায়ক খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যজুড়ে বনধ সহ ব্যাপক আন্দোলনে নামে বিজেপি। গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত বিধায়কের পকেট থেকে একটি সুসাইডাল নোট উদ্ধার করে। তাতে নিলয় সিংহ ও মাবুদ আলি এই দুজনকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করা হয়। এদের সাথে প্রয়াত বিধায়কের ব্যাবসায়িক লেনদেন ছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তের ভার হাতে নেয় সি আই ডি। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করেছে সি আই ডি। এই ঘটনার প্রায় দেড়মাস বাদে শনিবার প্রয়াত বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের বাড়িতে আসেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। কথা বলেন প্রয়াত বিধায়কের স্ত্রী ও পরিবারের লোকজনের সাথে। এরপর সাংবাদিকদের তিনি বলেন, শুধু হেমতাবাদের বিজেপি বিধায়ক খুনই নয়, সারা রাজ্যজুড়ে একই কায়দায় বিজেপি কার্যকর্তাদের খুন করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর দল গোটা রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। সিবিআই তদন্ত হলেই বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের হত্যাকান্ডে পুলিশ ও তৃনমূল নেতারাও ধরা পরবে বলে মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ।
advertisement
Uttam Paul
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সুশান্তের মতো বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর CBI তদন্ত দাবি করলেন কৈলাস বিজয়বর্গীও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement