প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যেই ফের বিয়ের পিঁড়িতে জন বার্লা! বড় সিদ্ধান্ত আলিপুরদুয়ারের সাংসদের

Last Updated:

জন বার্লা সাত মাসে স্ত্রী মহিমা বার্লাকে হারিয়ে মঞ্জু তিরকে-কে বিয়ে করেন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ব্যক্তিগত ও রাজনৈতিক বদলের বছরে স্বস্তি ফিরেছে।

বিয়ের পিঁড়িতে জন বার্লা
বিয়ের পিঁড়িতে জন বার্লা
জলপাইগুড়ি, সুরজিৎ দে: প্রথম স্ত্রীকে ভুলে সাত মাসের মধ্যেই ফের দ্বিতীয় বিয়ে! ঘটনায় শোরগোল। প্রথম স্ত্রীর মৃত্যুর শোক এখনও পুরোপুরি কাটেনি বার্লা পরিবারে। মাত্র সাত মাস আগে, ২৩ এপ্রিল প্রয়াত হন জন বার্লার স্ত্রী মহিমা বার্লা। স্ত্রীকে হারানোর পর থেকে সংসার ও ব্যক্তিজীবন-দুটোই যেন থমকে গিয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার জীবনে। নিঃসঙ্গতা ও বাড়ির দায়িত্ব সামলাতে পরিবারের সদস্যরাও ছিলেন আতঙ্কে ও উদ্বেগে। অবশেষে পরিবারের আলোচনা ও সম্মতিতেই নতুন করে সংসার শুরু করার সিদ্ধান্ত নেন জন।
গত ১১ নভেম্বর আইনি বিয়ে সম্পন্ন হয়। এবার হল সামাজিক বিয়ে। জানা গিয়েছে, জন বার্লার নতুন স্ত্রী মঞ্জু তিরকে, যিনি দলগাঁও চাবাগানের দলমণি ডিভিশনের বাসিন্দা এবং ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি ডিমডিমা গার্লস হাই স্কুলের শিক্ষিকা।বিয়ে প্রসঙ্গে জন বার্লার কথায়,“আমি ও আমার পরিবার নিঃসঙ্গতায় ভুগছিলাম। বাড়ির সব দায়িত্ব সামলাতে সমস্যা হচ্ছিল। দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করেছি।”ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়কে ঘিরে পরিবারে স্বস্তি ফিরেছে বলেই জানা যাচ্ছে।
advertisement
advertisement
ডুয়ার্সের রাজনীতিতে জন বার্লা বরাবরই আলোচিত মুখ। ২০১৯ সালে আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে জিতে সংসদে পৌঁছন। পরে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলান। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়নি। এরপর ধীরে ধীরে দলের সঙ্গে দূরত্ব বাড়ে। অবশেষে সম্প্রতি তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে যা রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে।
advertisement
ব্যক্তিগত ট্র্যাজেডি, রাজনৈতিক বদল ও নতুন সম্পর্ক—সব মিলিয়ে জন বার্লার জীবনে নাটকীয় পরিবর্তনের বছরে এই বিয়ে যেন কিছুটা স্বস্তি আর স্থিরতার ইঙ্গিত বহন করছে!
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যেই ফের বিয়ের পিঁড়িতে জন বার্লা! বড় সিদ্ধান্ত আলিপুরদুয়ারের সাংসদের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের নেই, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না

  • উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement