John Barla: মোদির সফরের আগে জন বারলার মানভঞ্জনে তৎপর পদ্ম শিবির, আজ বারলার সঙ্গে কথা বলতে পারেন নাড্ডাও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
John Barla- BJP: টিগ্গা-বারলা দ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে যে লোকসভা ভোটের আগে রীতিমতো অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। উনিশের ভোটে বিজেপির জেতা আসন আলিপুরদুয়ার। সেখানে সাংসদ এবং প্রার্থীর মধ্যে টিকিট পাওয়া নিয়ে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আগামিকাল, শনিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সফরের আগে জন বারলার মানভঞ্জনে উদ্যোগী পদ্ম শিবির। বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার ক্ষোভ মেটাতে বিজেপি-র রাজ্য নেতৃত্ব কথা বললেন বারলার সঙ্গে। বিজেপি সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজ, শুক্রবার কথা বলবেন বারলার সঙ্গে।
আলিপুরদুয়ারের প্রার্থী পদে নাম না থাকার পর বারলার মন্তব্যে অস্বস্তিতে পদ্ম শিবির। মনোজ টিগ্গাকে প্রার্থী পদ প্রত্যাহারের হুঁশিয়ারিও দেন বারলা। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিলিগুড়ির সভার আগে বারলার ক্ষোভ মেটাতে তৎপর গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘জন বারলার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে।’’
advertisement
advertisement
জন বারলা। বিদায়ী সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু, আলিপুরদুয়ারে এবার মনোজ টিগ্গাকে প্রার্থী করেছে বিজেপি। আর এতেই ক্ষুব্ধ বারলা। বারলার বাড়িও যান টিগ্গা। কিন্তু, বারলা দেখাই করেননি। মনোজ টিগ্গা প্রার্থীপদ প্রত্যাহার না করলে তিনি প্রচারেই নামবেন না। এমনটাও প্রকাশ্যে জানিয়েছেন বারলা।
advertisement
‘‘আপনার টিকিট না পাওয়ার জন্য কি টিগ্গার ভূমিকা আছে?’’ সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জন বারলা স্পষ্ট জানান, ‘‘হ্যাঁ সবচেয়ে বড় ভূমিকা মনোজ টিগ্গার। দুই চারটে নেতা আমার বিরুদ্ধে কথা বলছেন।’’ পাশাপাশি জন বারলা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, ‘‘আমার ট্রেড ইউনিয়ন ভাঙার পিছনে সবচেয়ে বড় ভূমিকা মনোজ টিগ্গা ও দীপক বর্মণের। আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপিকে জিততে গেলে মনোজ টিগ্গার প্রার্থী পদ প্রত্যাহার করতে হবে। না হলে প্রচারে নামব না।’’
advertisement
আলিপুরদুয়ারের বিজেপির বিদায়ী সাংসদ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কিন্তু, এবার আলিপুদুয়ার থেকে জন বারলাকে টিকিট দেয়নি বিজেপি। বারলার জায়গায় প্রার্থী করা হয়েছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে। আর এতেই বেজায় ক্ষুব্ধ বারলা। মঙ্গলবার টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান বারলা। এরপরেই বুধবার সকালে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মণকে সঙ্গে নিয়ে জন বারলার বাড়ি যান মনোজ টিগ্গা। বাড়ির সামনে তাঁরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। কিন্তু জন বারলা দেখা করেননি।
advertisement
এরপর মাদারিহাট স্টেশনে রেলের একটি অনুষ্ঠানে মুখোমুখি হন জন বারলা ও মনোজ টিগ্গা। তখন মনোজ টিগ্গার সামনেই তাঁর প্রার্থীপদ প্রত্যাহারের দাবি তোলেন জন বারলা।
টিগ্গা-বারলা দ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে যে লোকসভা ভোটের আগে রীতিমতো অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। উনিশের ভোটে বিজেপির জেতা আসন আলিপুরদুয়ার। সেখানে সাংসদ এবং প্রার্থীর মধ্যে টিকিট পাওয়া নিয়ে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। এবার জন বারলার মানভঞ্জনে তৎপর পদ্ম শিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2024 10:48 AM IST