Jalpaiguri News: পুরনো চাল ভাতে বাড়ে! ১০ বছর পর জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র খুলতেই গড়ল নতুন নজির

Last Updated:

প্রথম দিনেই বাজিমাত করল ডুয়ার্সের চা!

+
জলপাইগুড়ি

জলপাইগুড়ি চা বাগান

জলপাইগুড়ি: প্রথম দিনেই বাজিমাত করল ডুয়ার্সের চা! নিলামে সর্বোচ্চ দাম পেয়ে নজর কাড়ল নিউ ডুয়ার্স চা। কত দাম উঠেছে জানেন? ১০ বছর পর জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্রের নবজাগরণ। মহড়াতেই উচ্ছ্বাস আশা দেখাল চা শিল্প। এক দশকেরও বেশি সময় পর ফের চাঙ্গা হতে চলেছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। ৩১ মার্চ থেকে ইলেকট্রনিক্স চা নিলাম শুরু হওয়ার আগে ১০ মার্চ আয়োজিত মহড়াতেই মিলল ইতিবাচক সাড়া। নিলামের মহড়ায় ডুয়ার্সের নিউ ডুয়ার্স চা বাগানের চায়ের দাম কেজি প্রতি উঠল ৫৩২ টাকা, যা চা শিল্পের জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন ব্যবসায়ীরা।
এদিন নিলামের মহড়ায় অংশ নিয়েছিলেন ৮ জন ব্রোকার ও ৪৭ জন ক্রেতা। এমনকি টাটা গোষ্ঠীও এই মহড়ায় সামিল হয়, যা চা নিলামের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলছে। নর্থ বেঙ্গল টি অকশন কমিটির ভাইস চেয়ারম্যান পুরজিত বক্সিগুপ্ত জানিয়েছেন, জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র ফের সচল হওয়ার খবরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
advertisement
advertisement
২০০৫ সালে চা নিলাম কেন্দ্র হিসেবে লাইসেন্স পেলেও ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় নিলাম। প্রথম দিকে চায়ের জোগান ভাল থাকলেও ধীরে ধীরে তা কমতে থাকে, যার ফলে ২০১৫ সালে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। তবে জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায় ও নিলাম কমিটির প্রচেষ্টায় আবারও চালুর সিদ্ধান্ত নেয় টি বোর্ড। ১০ মার্চের মহড়ায় যে উৎসাহ দেখা গেছে, তা ৩১ মার্চের ই-অকশনকে ঘিরে আরও প্রত্যাশা বাড়িয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ব্যবসায়ীদের মতে, জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র চালু হলে উত্তরবঙ্গের চা শিল্প যেমন চাঙ্গা হবে, তেমনই স্থানীয় অর্থনীতিও লাভবান হবে। নতুন করে চা উৎপাদন ও বাজারজাতকরণের সুযোগ বাড়বে, যা এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সব মিলিয়ে, দীর্ঘ প্রতীক্ষার পর ফের জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের নবজাগরণ ঘিরে আশায় বুক বাঁধছেন সবাই।
advertisement
সুরজিৎ দে 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: পুরনো চাল ভাতে বাড়ে! ১০ বছর পর জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র খুলতেই গড়ল নতুন নজির
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement