Jalpaiguri Special Day: জলপাইগুড়িবাসীর কাছে আজ এক বিশেষ দিন! কেন জানেন?
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Jalpaiguri Special Day: আজকের দিনেই জলপাইগুড়িবাসী মহাসমারোহে সংবর্ধনা জানিয়েছিলেন তাঁকে। সেই দিন আজও জলপাইগুড়ি ভোলেনি।
জলপাইগুড়ি: আজ ৪ ফেব্রুয়ারি। ১৯৩৯ সালের এই দিনেই নেতাজি সুভাষচন্দ্র বোস পরাধীন ভারতের রাষ্ট্রপতি রূপে জলপাইগুড়ির মাটিতে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন।
সেই বছর এই দিন সকাল ৯: ৪৫ মিনিটে জলপাইগুড়ির মাটিতে অবতরণ করেছিলেন নেতাজি। জলপাইগুড়িবাসী মহাসমারোহে সংবর্ধনা জানিয়েছিলেন তাঁকে। সেই সব মিলনের ঐতিহাসিক ভাষণ থেকেই গৃহীত হয় ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব।
আরও পড়ুন: কখনও শানু-কখনও উদিত! অলকা ৩৫ বছর স্বামীর থেকে আলাদা! গায়িকার প্রেমজীবন চরম গোপনে রাখা
আজ সেই দিনটিকে মাথায় রেখে জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হল। এদিন সকাল সাড়ে নটা নাগাদ জলপাইগুড়ি স্টেশনে রাখা নেতাজির ফটো গ্যালারিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সদস্যরা।
advertisement
advertisement
এবং তাঁর সম্বন্ধে বক্তব্য রাখেন নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সদস্য গোবিন্দ রায়। তিনি বলেন যে, জলপাইগুড়ির টাউন স্টেশনকে উন্নতমানের রেজিস্ট্রেশন তৈরি করা হবে। তার সঙ্গে যদি নেতাজির একটু সংরক্ষণশালা তৈরি করা হয় তাহলে আরেকটু ভাল হয়।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 04, 2024 4:52 PM IST








