জলপাইগুড়ি ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর, এবার দেবী চৌধুরানীর স্মৃতি নিয়ে বিরাট পরিকল্পনা! রাজবাড়িতে মর্নিং ওয়াকেও বড় চমক
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
সংস্কৃতির হাতে ধরে নতুন রূপে সাজছে জলপাইগুড়ি! এমনিতেই জলপাইগুড়ি সংস্কৃতির শহর হিসেবেই পরিচিত। তবে এবার জলপাইগুড়ি শহর নতুন ছন্দে হাঁটতে চাইছে।
জলপাইগুড়ি: সংস্কৃতির হাতে ধরে নতুন রূপে সাজছে জলপাইগুড়ি! এমনিতেই জলপাইগুড়ি সংস্কৃতির শহর হিসেবেই পরিচিত। তবে এবার জলপাইগুড়ি শহর নতুন ছন্দে হাঁটতে চাইছে। শহরের প্রিয় রাজবাড়ী পুকুরে মর্নিং ওয়াকের অভিজ্ঞতা এবার হবে আরও মনমুগ্ধকর। প্রতিদিন সকালে পুকুরের চারপাশে হাঁটতে হাঁটতে শুনতে পাওয়া যাবে রবীন্দ্রসংগীত কিংবা ভোরের সুরেলা গান—এমনটাই জানালেন জলপাইগুড়ি এসজেডিএ-র চেয়ারম্যান।
সম্প্রতি রাজবাড়ী পুকুর সংলগ্ন এলাকা ঘুরে দেখেন চেয়ারম্যান। সেখানেই জানানো হয়, সাধারণ মানুষ যারা প্রতিদিন সকালে হাঁটতে আসেন, তাঁদের জন্য আরও সুরভিত, সৌন্দর্যমণ্ডিত পরিবেশ তৈরি করাই লক্ষ্য। এর পাশাপাশি, শহরের ঐতিহাসিক গুরুত্বপূ্র্ণ এলাকা দেবী চৌধুরানী ও শ্মশান কালী মন্দিরের সৌন্দর্যায়নেও বড়সড় পদক্ষেপ নিচ্ছে এইচডিএ।
advertisement
advertisement
পরিকল্পনা অনুযায়ী, শ্মশান কালী মন্দিরকে ঘিরে চারপাশ সাজানো হবে ধ্যান ও আরাধনার পরিবেশ বজায় রেখে। দেবী চৌধুরানীর স্মৃতি বিজড়িত এলাকাগুলি যেন শুধু ইতিহাসে আটকে না থাকে, বরং তা হয়ে উঠুক শহরের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র—এটাই লক্ষ্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
জলপাইগুড়ি এসজেডিএ সূত্রে খবর, দেবী চৌধুরানী থেকে শুরু করে রাজবাড়ী—এই পুরো এলাকাটিকেই নতুনভাবে সাজানো হবে। এতে শুধু শহরবাসীই উপকৃত হবেন না, পর্যটকরাও আকৃষ্ট হবেন জলপাইগুড়ির ঐতিহ্য আর আধুনিকতার এই মেলবন্ধনে। তাঁরা বলছেন, “শহরের এই রূপ বদল শুধু সৌন্দর্য নয়, গর্বও বয়ে আনছে আমাদের জন্য।” শহরের ঐতিহ্যকে সম্মান জানিয়ে উন্নয়নের পথে হাঁটার এই প্রয়াসে আশাবাদী শহরবাসী!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 25, 2025 4:46 PM IST