ঝাঁ চকচকে নতুন মোটরবাইক, পেট্রোল পাম্পে জ্বালানি ভরতেই বন্ধ ইঞ্জিন...! কালো সত্য ফাঁস হতেই দোষ স্বীকার কর্তৃপক্ষের

Last Updated:

সদ্য কেনা নতুন মোটরবাইকের ট্যাঙ্কে পেট্রোল নয় ভরে দিয়েছে জল! কিছু রাস্তা যেতেই বাঁধে বিপত্তি। ঠিক কি ঘটেছিল?

+
পেট্রোলের

পেট্রোলের বদলে জল, বন্ধ হল ইঞ্জিন

জলপাইগুড়ি: এ যেন স্বপ্নভঙ্গের দুঃস্বপ্ন! আচমকাই বন্ধ নতুন মোটরবাইকের ইঞ্জিন! কারণ জানলে চমকে উঠবেন আপনিও। সদ্য কেনা নতুন মোটরবাইকের ট্যাঙ্কে পেট্রোল নয় ভরে দিয়েছে জল! কিছু রাস্তা যেতেই বাঁধে বিপত্তি। ঠিক কী ঘটেছিল?
স্বপ্নের মোটরবাইক কিনে আনন্দে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। পাহাড়পুর মোড় সংলগ্ন একটি বেসরকারি শোরুম থেকে সদ্য কেনা দু’টি মোটরবাইক নিয়ে রওনা দিয়েছিলেন তাঁরা। কিন্তু স্বপ্নের সেই সফর মুহূর্তে রূপ নেয় দুঃস্বপ্নে। পাহাড়পুর মোড়ের এক পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্কে তেল ভরিয়ে যাত্রা শুরু করেন তাঁরা। কিছুদূর যেতেই আচমকা বন্ধ হয়ে যায় মোটরবাইকের ইঞ্জিন। হতবাক চালকরা, মোটরবাইকের ট্যাঙ্কি খুলে দেখেন ট্যাঙ্কে পেট্রোলের বদলে রয়েছে মূলত জল!
advertisement
advertisement
নতুন মোটরবাইকে এমন অবস্থা দেখে মাথায় হাত পড়ে দুই বন্ধুর। উদ্বেগ আর ক্ষোভে ভেঙে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় স্থানীয় মেকানিককে। অনেক চেষ্টা করে শেষে ফিটার এসে ট্যাঙ্ক খুলে পরিষ্কার করেন। পেট্রোল ফেলে দিয়ে ফের ট্যাঙ্কে খাঁটি তেল ভরানোর পর সচল হয় গাড়ি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরে ওই জলপাইগুড়ির ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানান, সকালবেলা পাম্পের তেল উত্তোলনের অংশগুলি পরিষ্কার করতে ‘ভুলে গিয়েছিলেন’ তাঁরা। স্বীকার করে নেন, তাঁদের গাফিলতির জন্যই এই বিপত্তি। একদিকে নতুন গাড়ি কেনার উচ্ছ্বাস, অন্যদিকে এমন বিপদ মানসিক চাপের পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কাও  দুই বন্ধুর!
advertisement
তবে এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে বীরভূমে। বীরভূমের একটি পেট্রোল পাম্পে একইভাবে জ্বালানি ভরার পর ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখা গিয়েছিল।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ঝাঁ চকচকে নতুন মোটরবাইক, পেট্রোল পাম্পে জ্বালানি ভরতেই বন্ধ ইঞ্জিন...! কালো সত্য ফাঁস হতেই দোষ স্বীকার কর্তৃপক্ষের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement