Lakshimir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা অ্যাকাউন্ট থেকে তুলতে গিয়ে হাওয়া, স্বামী এখন ২ ফুটফুটে সন্তান নিয়ে...
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Lakshimir Bhandar: নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা পরিবারের।
জলপাইগুড়ি: লক্ষীর ভান্ডারের লক্ষী লাভ করতে গিয়ে বাড়ির লক্ষীই উধাও! কেমন গোলমেলে লাগছে? জানলে হকচকিয়ে যাবেন আপনিও! লক্ষী ভান্ডারের টাকা তোলার নাম করে বাড়ি থেকে উধাও গৃহবধূ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির অন্তর্গত ধূপগুড়ি ব্লকের মাগুরমাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর আলতা গ্রামের ভাঙ্গা অঞ্চল সংলগ্ন এলাকায়।জানা যায়, গৃহবধূর বয়স আনুমানিক ৩০ এর কোঠায়।
বাড়িতে রয়েছে স্বামী এবং ছোট্ট দুই ফুটফুটে পুত্র সন্তান। মা’কে দীর্ঘক্ষণ চোখের সামনে না দেখতে পেয়ে কিছুক্ষণ পরপরই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে দুই খুদে। মা কখন ফিরবে তার আশায় করুণ চোখে চেয়ে রয়েছে বাচ্চাগুলি। নিরুপায় স্বামী আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পর ধূপগুড়ি থানায় দ্বারস্থ। খোঁজ নেওয়া হয়েছে গৃহবধূরবাপের বাড়িতেও।
আরও পড়ুন – Record Temperature: বেদম দৌড়চ্ছে তাপমাত্রা, এবার কি পানাগড় পঞ্চাশ! নতুন রেকর্ডের পথে তাপের খেলা
advertisement
advertisement
কিন্তু, এখনও খুঁজে পাওয়া যায়নি গৃহবধূকে। ঘটনায় হতবাক এলাকার লোকজন। এমনিতেই নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা পরিবারের। কোনওরকমে স্ত্রী ও দুই বাচ্চাকে নিতে দিনযাপন করতেন ওই ব্যক্তি।
বিয়ের প্রায় ১১ বছর পর দুই ফুটফুটে বাচ্চা আর স্বামীকে রেখে এভাবে স্ত্রী উধাও হয়ে যাবে! এ কথা দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। স্ত্রীর চলে যাওয়ায় একপ্রকার দিশেহারা অবস্থা তার। দুই বাচ্চাকে কীভাবে মায়ের স্নেহ দেবেন, কিভাবেই বা বাইরে কাজ করতে যাবেন তা ভেবেই হিমশিম খাচ্ছেন তিনি।
advertisement
Surajit Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 23, 2024 7:21 PM IST







