Jalpaiguri News: শীতের মরশুম এলেও দেখা নেই কমলালেবুর, ডুয়ার্সের বাজার ছেয়েছে বিদেশি ফলে
- Reported by:SUROJIT DEY
- local18
- Published by:Debolina Adhikari
Last Updated:
শীত মানেই দুপুরে খাওয়া দাওয়ার পর রোদ পোহাতে পোহাতে স্বাস্থ্যগুণে ভরপুর কমলা লেবু খাওয়ার আনন্দ।
oজলপাইগুড়ি: উত্তরে হালকা শীতের আমেজ পড়লেও দেশি কমললেবুর দেখা নেই৷ তা বলে বাজার থেকে যে কমলালেবু একেবারে ভ্যানিশ হয়ে গিয়েছে, ব্যাপারটা ঠিক তা নয়৷
ডুয়ার্সের বাজার ছেয়েছে বিদেশি, ভিন রাজ্যের কমলালেবু! বাদ নেই জলপাইগুড়ি জেলাও।বাজারগুলোতে ছেয়ে গিয়েছে শীতের ফল কমলালেবু। সন্ধে নামলেই ফুরফুরে ঠান্ডা হিমেল বাতাস, শীতের আগমনের বার্তা দিচ্ছে।
আর শীত মানেই দুপুরে খাওয়া দাওয়ার পর রোদ পোহাতে পোহাতে স্বাস্থ্যগুণে ভরপুর কমলা লেবু খাওয়ার আনন্দ।
advertisement
তবে প্রত্যেক বছরের মতো এবারেও শীতের শুরুতে কমলাপ্রেমীদের ভরসা সেই ভুটান আর নাগপুরের লেবু। জলপাইগুড়ির একটি বাজারেও দেখা নেই দার্জিলিং-এর কমলার।
advertisement
নাগপুর আর ভুটানের লেবুই বাজারে বিকোচ্ছে দেদার। খেতেও যেমন মিষ্টি, দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে।আবহাওয়ায় দফতরের পূর্বাভাস কয়েক দিনের মধ্যেই পরিবর্তন হবে তাপমাত্রার।
তবে এই মুহূর্তে চিরাচরিত দার্জিলিংয়ের কমলা লেবুর দেখা না পাওয়ায় অগত্যা সেই নাগপুরেরই জয়জয়কার। তার সঙ্গে পাল্লা দিচ্ছে ভুটানের কমলাও।
এই দুই জায়গায় কমলালেবু খেতেও ভাল, দামও মাত্র ১০ টাকা করে। আকারে যেগুলো বড় সেগুলির দাম মাত্র ১৫টাকা একটি লেবু দাম। তাই দার্জিলিংয়ের লেবু না পেয়ে এখন বিদেশি আর ভিন্ন রাজ্যের লেবুরই পাল্লা ভারি!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 12, 2024 7:52 PM IST









