Jalpaiguri News: চেল নদীতে দাঁতালের স্নান! নদীতে নেমে ঘুরল বিশাল বুনো হাতি...
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: নদীর জল কমতেই, বিশালকারের দাঁতাল নামল নদীতে। সারলো স্নান। এমন দৃশ্যর সাক্ষী হলেন এদিন বারোঘরিয়ার বাসিন্দারা। এই এলাকা দিয়ে বয়ে যায় চেল নদী। বর্ষা বাদে সারাবছর জল দেখা যায় না এই নদীতে।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: নদীর জল কমতেই, বিশালকারের দাঁতাল নামল নদীতে। সারলো স্নান। এমন দৃশ্যর সাক্ষী হলেন এদিন বারোঘরিয়ার বাসিন্দারা। এই এলাকা দিয়ে বয়ে যায় চেল নদী। বর্ষা বাদে সারাবছর জল দেখা যায় না এই নদীতে। তবে, হড়পা বান যখন তখন আসতেই পারে। টানা বৃষ্টির জেরে জল বেড়েছে এই নদীতে। একজন মানুষ যদি এখন এই নদীতে নামে তাহলে তার বুক ছুঁয়ে যাবে নদীর জল। এদিন সকালে এক বিশালকার বুনো হাতিকে দেখা গেল নদীতে। প্রথমে এলাকাবাসীরা ভেবেছিলেন হাতিটি ভাসছে। কিন্তু সামনে গিয়ে দেখা যায় হাতিটি হেঁটে যাচ্ছে নদীতে।
মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর বারঘরিয়া ম্যাচ পাড়া এলাকায় চেল নদীতে হঠাৎ পার্শ্ববতী জঙ্গল থেকে বেরিয়ে আসে এদিন এই বুনো হাতিটি। বেশ কিছু সময় নদীর জলে ঘুরতে থাকে হাতিটি। স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন আপালচাঁদ বন বিভাগের কর্মীদের।খবর পেয়ে বন কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বুনো হাতিটিকে পার্শ্ববতী বৈকন্ঠপুর জঙ্গলমুখী করে দেন। তবে, বেশ কিছুক্ষণ হাতিটি চেল নদীতে ঘুরাঘুরি করে।
advertisement
advertisement
বনকর্মীদের অনুমান, এই হাতিটি রাস্তা হারিয়েছে। কারণ এলাকায় কোনও হাতির পাল আছে এমন খবর নেই। এই হাতিটির দিকে নজর থাকবে তাঁদের।এই হাতিটি আবার এই এলাকায় আসতে পারে বলে মনে করছেন তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2025 7:57 PM IST