Darjeeling Mail: রুট বদলে যাচ্ছে দার্জিলিং মেল-এর? লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট খবর
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Darjeeling Mail: দার্জিলিং মেল আবার কি চলতে শুরু করবে দার্জিলিং জেলা থেকেই ?ঐতিহ্য ফেরাতে বা জেলার নামের সঙ্গে সাযুজ্য রেখে ঐতিহ্যবাহী ১৪৬ বছরের পুরনো ট্রেনটিকে শিলিগুড়ি জংশন থেকে চালানোর কথা উঠতেই আবারও জল্পনা৷
জলপাইগুড়ি: দার্জিলিং মেল আবার কি চলতে শুরু করবে দার্জিলিং জেলা থেকেই ?ঐতিহ্য ফেরাতে বা জেলার নামের সঙ্গে সাযুজ্য রেখে ঐতিহ্যবাহী ১৪৬ বছরের পুরনো ট্রেনটিকে শিলিগুড়ি জংশন থেকে চালানোর কথা উঠতেই আবারও জল্পনা৷ তবে হতাশ হবেন হলদিবাড়ি, মেখলিগঞ্জ, জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার বহু যাত্রী, উঠবে নতুন বিতর্কও। কারণ ভারত স্বাধীন হওয়ার পূর্বে দার্জিলিং মেল রুটটি ছিল শিলিগুড়ি-জলপাইগুড়ি-হলদিবাড়ি হয়ে নীলফামারী-হিলি-ঈশ্বরদী-রানাঘাট হয়ে শিয়ালদহ। অর্থাৎ উত্তরবঙ্গের ভিতর দিয়ে পূর্ববঙ্গ (বর্তমান বাংলাদেশ) হয়ে কলকাতা।
স্বাধীনতার পরেও বেশ কিছুদিন এই রুটেই ট্রেনটি যাতায়াত করত। তবে স্বাধীনতার পরবর্তিতে অনেক কিছুই পাল্টায়। উন্নত হয় প্রযুক্তি, তৈরী হয় ব্রিজ। ১৯৬৫ এর ফারাক্কা ব্যারেজ নির্মাণ ও ১৯৭১ তে জনসাধারণের জন্য তা উন্মুক্ত করা হলে সেই দার্জিলিং মেল চলতে শুরু নতুন রুটে। কিন্তু ২০২২ সালে পুনরায় ট্রেনটি হলদিবাড়ি স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করা হয় এবং উপকৃত হয় হলদিবাড়ি, জলপাইগুড়ি শহর সংলগ্ন যাত্রীরা ।
advertisement
advertisement
ট্রেনটির যে ঐতিহাসিক রুট সেই রুটের হলদিবাড়ি স্টেশনে দার্জিলিং মেলের পুনরায় প্রত্যাবর্তন যেমন এই অঞ্চলের বাসিন্দাদের ইতিহাসের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল তেমনি হলদিবাড়ি থেকে কলকাতা যাওয়ার একটা দৈনিক ট্রেন পাওয়ায় যাত্রীদের কিছুটা হলেও দুর্ভোগ কমেছিল। হলদিবাড়ি থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেস আগে চললেও তা এখন তুলে নেওয়া হয়েছে। ত্রি-সাপ্তাহিক ইন্টার্সিটি এক্সপ্রেস বা সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে তিন দিন যায়, তিন দিন আসে । ফলে হলদিবাড়ি সংলগ্ন এলাকার যাত্রীদের এবং জলপাইগুড়ি শহর সংলগ্ন একাংশ যাত্রীদের প্রতিদিনের কলকাতা যাত্রার একমাত্র ট্রেন হল এই দার্জিলিং মেল।
advertisement
ফলে এই ট্রেন পুনরায় শিলিগুড়ি তে নিয়ে গেলে আবার যে বিতর্ক শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে, আপাতত রেলের এই সিদ্ধান্ত ‘ঠান্ডা ঘরে’। জানা যাচ্ছে মূলত নিউ জলপাইগুড়ি জংশন থেকে ঠাকুরগঞ্জ বা বাগডোগরা রুটে ডাবল লাইন না থাকার জন্যই দার্জিলিং মেল আপাতত ফিরছে না শিলিগুড়ি জংশনে। তবে দার্জিলিং মেলের পুনরায় শিলিগুড়িতে প্রত্যাবর্তনের কথা উঠতেই একদিকে যেমন আনন্দ তেমনি একদিকে আবারও দুর্ভোগের আশঙ্কা।দার্জিলিং মেল আবার কি চলতে শুরু করবে দার্জিলিং জেলা থেকেই ? বিভিন্ন জায়গায় এই সংবাদ উঠে আসতে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় জানান, কে বা কারা রটনা রটাচ্ছে এই ধরনের খবর আমার জানা নেই। এখন পর্যন্ত এই সমস্ত কিছুই আমি জানিনা।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 03, 2025 5:03 PM IST







