সাইকেলেই সার্কাস! পেটের দায়ে ঝুঁকির খেলায় মেতেছেন জলপাইগুড়ির গৌরাঙ্গ, ভিডিও দেখলে হাঁ হয়ে যাবেন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Jalpaiguri News: মাথায়, চোখে, শরীরে অসামান্য ভারসাম্য রেখে গৌরাঙ্গ কখনও আগুন নিয়ে খেলা করেন, কখনও মাটিতে পড়ে থাকা ব্লেড সাইকেলের উপর দিয়ে চোখ দিয়ে তোলেন।
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ সাইকেলেই যেন একটুকরো সার্কাস! জীবনের চাকা সচল রাখতে সাইকেলের চাকা ঘুরিয়ে নিজের জীবিকা গড়ছেন জলপাইগুড়ির এক যুবক। রীতিমতো সার্কাসের মতো খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিচ্ছেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের রাহুত বাগানের বাসিন্দা গৌরাঙ্গ দাস। পেটের দায়ে ঝুঁকির খেলায় মেতেছেন জলপাইগুড়ির গৌরাঙ্গ। সেই কাজ করে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি।
হাততালি, অবাক দৃষ্টি, সামান্য কয়েন কিংবা নোট… এই নিয়েই তাঁর দিন চলে। মাথায়, চোখে, শরীরে অসামান্য ভারসাম্য রেখে গৌরাঙ্গ কখনও আগুন নিয়ে খেলা করেন, কখনও মাটিতে পড়ে থাকা ব্লেড সাইকেলের উপর দিয়ে চোখ দিয়ে তোলেন। সেই দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন! দর্শকরা শ্বাসরুদ্ধ হয়ে দেখেন সেইসব দৃশ্য। কেউ মোবাইলে ভিডিও রেকর্ড করেন, কেউ আবার সামান্য কিছু টাকা দিয়ে এগিয়ে দেন কিছুটা উৎসাহ।
advertisement
আরও পড়ুনঃ এনার্জি বাড়াতে হবে তো নাকি! কাজের আগে মন দিয়ে হেলথ ড্রিঙ্ক খাচ্ছে বাঁদর… এ কী ছবি?
গৌরাঙ্গ জানান, “ছোট থেকেই সার্কাস ভালবাসতাম। কিন্তু এখন তো আর সার্কাস কোম্পানিগুলি নেই। তাই রাস্তায় নেমেছি। এই খেলা করেই সংসার চালাই।” পরিবারের দায়িত্ব, অভাবের তাড়না ও বেঁচে থাকার ইচ্ছাই তাঁকে এই অদ্ভুত প্রতিভার পথ দেখিয়েছে। জলপাইগুড়ি পাটকাটা কলোনী এলাকায় প্রতিদিনই তাঁর খেলা দেখতে ভিড় জড়ো হয়। আট থেকে আশি সব বয়সের মানুষের চোখে তখন একটাই বিস্ময়। কেউ বলেন, “ওর মতো পরিশ্রমী মানুষ খুব কম দেখি,” কেউ আবার বলেন, “ওই সাহসটাই বড় জিনিস!”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজ যখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় নাম-খ্যাতির আশায় ভুয়ো স্টান্ট করেন, তখন গৌরাঙ্গের মতো যুবক নিজের ঘাম, সাহস ও দক্ষতা দিয়ে জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন। সাইকেলই যেন তাঁর জীবনযুদ্ধের প্রতীক!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Oct 27, 2025 6:11 PM IST









