Travel: ২৫ ডিসেম্বর, ১ জানুয়ারি কি খোলা থাকবে জলদাপাড়া ও বক্সা টাইগার রিজার্ভ? বড় ঘোষণা কর্তৃপক্ষের
- Published by:Ankita Tripathi
- local18
Last Updated:
Travel: শীতের মরশুম৷ সামনেই বড়দিন, ১ লা জানুয়ারির টানা ছুটি৷ ক্রিস্টমাসের মরশুমে প্রচুর পর্যটকরা ভিড় জমান জলদাপাড়া ও বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে৷
রাজকুমার কর্মকার, জলদাপাড়া: শীতের মরশুম৷ সামনেই বড়দিন, ১ লা জানুয়ারির টানা ছুটি৷ ক্রিস্টমাসের মরশুমে প্রচুর পর্যটকরা ভিড় জমান জলদাপাড়া ও বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে৷ কিন্তু ২৫ ডিসেম্বর এবং ১ লা জানুয়ারি দুইদিনই পড়েছে বৃহস্পতিবার৷ প্রতি বৃহস্পতিবারই বন্ধ থাকে এই দুই বনাঞ্চল৷ যদিও এই দুই দিনই খোলা থাকছে বনে ঘুরে বেড়ানোর ব্যবস্থা৷ পর্যটকদের স্বস্তি দিয়ে ঘোষণা জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের৷
সোমবার নোটিস জারি করে সুখবর ঘোষণা করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ৷ আগামী দুই বৃহস্পতিবার জলদাপাড়া ও বক্সা টাইগার রিজার্ভ পর্যটকদের জন্য খোলা থাকবে। ২৫ ডিসেম্বর ও ১ লা জানুয়ারি খোলা থাকবে জেলার দুই বনাঞ্চল।
advertisement
advertisement
সাধারনত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাজ্যের বেশির ভাগ বনাঞ্চলে পর্যটন বন্ধ থাকে। উত্তরের জলদাপাড়া, বক্সা টাইগার রিজার্ভ, গরুমারা জাতীয় উদ্যানের মতো বনাঞ্চল বৃহস্পতিবার বন্ধ থাকে।
কিন্তু বড় দিন ও ১ লা জানুয়ারি পর্যটকদের কথা মাথায় রেখে এই বনাঞ্চলগুলো বৃহস্পতিবার হলেও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীতের ছুটিতে দুই বনাঞ্চল খোলা থাকায় দিব্যি বনের মাঝে ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 4:47 PM IST







