সুযোগ পেলেই গন্ডার শিকার...! এবার সে গুড়ে বালি, জলদাপাড়ায় বন দফতরের যা বন্দোবস্ত, রাতের ঘুম উড়ছে চোরা শিকারিদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
একশৃঙ্গ গন্ডারের সুরক্ষা প্রদান সহ বন্যপ্রাণী রক্ষার্থে জলদাপাড়া বন বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ কিছু উদ্যোগ।
আলিপুরদুয়ার: একশৃঙ্গ গন্ডারের সুরক্ষা প্রদান সহ বন্যপ্রাণী রক্ষার্থে জলদাপাড়া বন বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ কিছু উদ্যোগ। ঝুঁকিপূর্ণ বর্ষার মরশুমে বন্যপ্রাণী এবং বনজ সম্পদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশেষ বর্ষাকালীন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোরাশিকার, অবৈধ অনুপ্রবেশ এবং বন্যা সম্পর্কিত ক্রমবর্ধমান ঝুঁকির পরিপ্রেক্ষিতে বিভাগ জুড়ে কিছু কৌশল গ্রহণ করা হয়েছে। এটি দেশের অন্যতম প্রধান এক শৃঙ্গ গন্ডারের আবাসস্থল।
জলদাপাড়া পার্কের ভেতর সংবেদনশীল অঞ্চলগুলিতে একাধিক মোবাইল সুরক্ষা দল গঠন করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে বন কর্মীদের। এ বিষয়টি জানিয়েছেন ডি এফ ও প্রবীন কাসোয়ান। এই দলগুলি সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে জঙ্গলের ভেতর। বন কর্মী এবং গোয়েন্দা নেটওয়ার্কগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলছে নজরদারি।
advertisement
advertisement
চোরাশিকার বিরোধী টাওয়ারগুলি থেকেও নজরদারি চালানো হচ্ছে। নদীতে চলছে নৌকা দিয়ে টহল। বর্ষা শুরু হতেই নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে হলং তোর্ষা এবং বুড়ি তোর্সার মত নদীভিত্তিক অঞ্চলে নৌকা দিয়ে টহল গুরুত্বপূর্ণ করা হয়েছে। এছাড়াও হাতির পিঠে চলছে টহল। এই হাতির পিঠে টহল গন্ডারের সীমানায় অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে বন বিভাগের তরফে। চোরা শিকার রোধ করার জন্য বদ্ধপরিকর বন বিভাগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে আলিপুরদুয়ার জলদাপাড়া পার্কের ডি এফ ও প্রবীণ কাশওয়ান ফোনে জানিয়েছেন, “এবারে ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চলছে। জঙ্গলের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে ড্রোন ক্যামেরা। বর্ষার সময় চোরা শিকারের ঘটনা বেশি করে ঘটে। তা রোধ করা আমাদের অন্যতম দায়িত্ব।এছাড়াও জঙ্গল সংলগ্ন এলাকায় যেসব বাসিন্দাদের বসবাস রয়েছে তাদের সচেতন করা হচ্ছে।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 26, 2025 4:37 PM IST