#শিলিগুড়ি : রাজ্যপালকে কালো পতাকা দেখালো তৃণমূল কংগ্রেস। ৭ দিনের উত্তরবঙ্গ সফরে সোমবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। বিমানবন্দরেই ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে রাজ্যকে কড়া আক্রমণ করেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের ভূমিকারও সমালোচনা করেন তিনি। "নির্বাচনের ফল ঘোষণার ৭ সপ্তাহ পার হওয়ার পরও হিংসা অব্যাহত বাংলায়। অথচ রাজ্য নীরব। একজনও গ্রেফতার হয়নি।" এদিন এমনই মন্তব্য করেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)।
যদিও তৃণমূলের এহেন বিক্ষোভের পাল্টা সমালোচনা করেছেন রাজ্যপাল স্বয়ং! তিনি বলেন, "আমি সারপ্রাইজ! কত জন ছিল! ৩-৪ জন! রাজ্যপালকে কালো পতাকা কেন? কি দাবি? রাজ্যপালের দরজা ২৪ ঘন্টা খোলা থাকে।" রাজ্যপালকে কাল পতাকা দেখানোর ঘটনার কড়া সমালোচনা করেছেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি বলেন, "আজ পাহাড়ের কালো দিন।"
অন্যদিকে দার্জিলিংয়ের বিজেপি সমর্থিত জিএনএলএফ বিধায়ক নীরজ জিম্বা বলেন, "রাজ্যপালকে কালো পতাকা দেখানো রাষ্ট্রবিরোধী কাজ। পুলিশের উচিৎ যথাযথ ব্যবস্থা নেওয়া। আজ পাহাড়ে কালো দিন। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো যেতেই পারে। ওনারা জন প্রতিনিধি। কিন্তু রাজ্যপাল সাংবিধানিক প্রধান।"
এদিকে সূত্রের খবর, ৭ দিনের সফরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফরে যেতে পারেন রাজ্যপাল। তিনি নিজেও জানান, উত্তরবঙ্গের উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। পর্যটনকে ঘিরেও সম্ভাবনা রয়েছে। এখানকার সাধারণ মানুষের সঙ্গেও তিনি কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Darjeeling, Governor Jagdeep Dhankar, TMC