Malda News: কামারের আজব কেরামতি! এক উপায়ে আয় বেড়ে দ্বিগুণ, ঘণ্টার পর ঘণ্টার কাজ হচ্ছে চোখের নিমেষে

Last Updated:

একই জায়গায় দুই পদ্ধতির ব্যবহার, লোহা গলাতে কামার হল টেকনিশিয়ান। যান্ত্রিক পদ্ধতিতে লোহা গলিয়ে তৈরি হচ্ছে একাধিক রকম লোহার সামগ্রী। দা, বটি, কোদাল, কাঁচি, কাস্তে বিভিন্ন রকম লোহার সামগ্রী তৈরির পাশাপাশি লোহা গলিয়ে ক্রেতাদের পছন্দমত সামগ্রী তৈরি করে দেন মুহূর্তে।

+
কামারের

কামারের যান্ত্রিক পদ্ধতিতে লোহা গলিয়ে তৈরি হচ্ছে একাধিক রকম লোহার সামগ্রী

মালদহ, জিএম মোমিন: অতীতের সঙ্গে আধুনিকতার যোগ সূত্রে গলছে লোহা। মালদহের এই কামারের কেরামতি হার মানাবে প্রযুক্তির কারিগরদের। একই জায়গায় দুই পদ্ধতির ব্যবহার, লোহা গলাতে কামার হল টেকনিশিয়ান। যান্ত্রিক পদ্ধতিতে লোহা গলিয়ে তৈরি হচ্ছে একাধিক রকম লোহার সামগ্রী। দা, বটি, কোদাল, কাঁচি, কাস্তে বিভিন্ন রকম লোহার সামগ্রী তৈরির পাশাপাশি লোহা গলিয়ে ক্রেতাদের পছন্দমত সামগ্রী তৈরি করে দেন মুহূর্তে।
মালদহের মোথাবাড়ি থানার বাবলা মাঠ এলাকার এই কামার যেন টেকনিশিয়ান। হাপর এর সঙ্গে বাতাসের যান্ত্রিক মেশিন ফিট করে চলছে লোহা গলানোর কাজ। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের কাজ এখন হচ্ছে মুহুর্তে। আয়‌ও বেড়েছে দ্বিগুণ। কোনওদিন ৫০০, তো কোনওদিন হাজার আবার কোনওদিন দুই হাজার টাকা রোজগার হয়ে যায় এই কাজ করে বলে জানান কামার রাজকুমার কর্মকার।
advertisement
advertisement
কামারের ছেলে বিকাশ কর্মকার জানান, “আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে দ্রুত কাজ হওয়ায় বেশি কাজ করতে পারছি। আগে হাপর দিয়ে কাজ করতাম অনেক সময় লাগতো। এখন হাপরের পাশেই বাতাসের জন্য একটি মেশিন বসানো হয়েছে। আগে থেকে অনেকটাই আরামদায়ক এবং দ্রুত কাজ হচ্ছে।”
advertisement
দোকানে লোহা সরাই করাতে আসা এক ক্রেতা জানান, “ছোটবেলা থেকে দেখে এসেছি বহু পরিশ্রমের পর লোহার কোনও সামগ্রিক তৈরি করা যেত। এখন দেখছি বিভিন্ন রকম মেশিন তৈরি হওয়ায় সেই কাজ‌ দ্রুত এবং সহজে হচ্ছে।”
advertisement
আধুনিক প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে নিজেই তৈরি করেছেন সহজ পদ্ধতি। বৈদ্যুতিক পদ্ধতির সাথেই বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হলে কাজে আসছে হাপর। কামারের এমন কারিগরি নজর কেড়েছে সকলের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: কামারের আজব কেরামতি! এক উপায়ে আয় বেড়ে দ্বিগুণ, ঘণ্টার পর ঘণ্টার কাজ হচ্ছে চোখের নিমেষে
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement