Malda News: কামারের আজব কেরামতি! এক উপায়ে আয় বেড়ে দ্বিগুণ, ঘণ্টার পর ঘণ্টার কাজ হচ্ছে চোখের নিমেষে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
একই জায়গায় দুই পদ্ধতির ব্যবহার, লোহা গলাতে কামার হল টেকনিশিয়ান। যান্ত্রিক পদ্ধতিতে লোহা গলিয়ে তৈরি হচ্ছে একাধিক রকম লোহার সামগ্রী। দা, বটি, কোদাল, কাঁচি, কাস্তে বিভিন্ন রকম লোহার সামগ্রী তৈরির পাশাপাশি লোহা গলিয়ে ক্রেতাদের পছন্দমত সামগ্রী তৈরি করে দেন মুহূর্তে।
মালদহ, জিএম মোমিন: অতীতের সঙ্গে আধুনিকতার যোগ সূত্রে গলছে লোহা। মালদহের এই কামারের কেরামতি হার মানাবে প্রযুক্তির কারিগরদের। একই জায়গায় দুই পদ্ধতির ব্যবহার, লোহা গলাতে কামার হল টেকনিশিয়ান। যান্ত্রিক পদ্ধতিতে লোহা গলিয়ে তৈরি হচ্ছে একাধিক রকম লোহার সামগ্রী। দা, বটি, কোদাল, কাঁচি, কাস্তে বিভিন্ন রকম লোহার সামগ্রী তৈরির পাশাপাশি লোহা গলিয়ে ক্রেতাদের পছন্দমত সামগ্রী তৈরি করে দেন মুহূর্তে।
মালদহের মোথাবাড়ি থানার বাবলা মাঠ এলাকার এই কামার যেন টেকনিশিয়ান। হাপর এর সঙ্গে বাতাসের যান্ত্রিক মেশিন ফিট করে চলছে লোহা গলানোর কাজ। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের কাজ এখন হচ্ছে মুহুর্তে। আয়ও বেড়েছে দ্বিগুণ। কোনওদিন ৫০০, তো কোনওদিন হাজার আবার কোনওদিন দুই হাজার টাকা রোজগার হয়ে যায় এই কাজ করে বলে জানান কামার রাজকুমার কর্মকার।
advertisement
advertisement
কামারের ছেলে বিকাশ কর্মকার জানান, “আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে দ্রুত কাজ হওয়ায় বেশি কাজ করতে পারছি। আগে হাপর দিয়ে কাজ করতাম অনেক সময় লাগতো। এখন হাপরের পাশেই বাতাসের জন্য একটি মেশিন বসানো হয়েছে। আগে থেকে অনেকটাই আরামদায়ক এবং দ্রুত কাজ হচ্ছে।”
advertisement
আরও পড়ুন: মঙ্গলের জোড়া গোচরে ডবল ধামাকা! ৩ রাশির শুরু হবে গোল্ডেন টাইম, কেরিয়ারে সাফল্যের ঝড়, টাকার বৃষ্টি
দোকানে লোহা সরাই করাতে আসা এক ক্রেতা জানান, “ছোটবেলা থেকে দেখে এসেছি বহু পরিশ্রমের পর লোহার কোনও সামগ্রিক তৈরি করা যেত। এখন দেখছি বিভিন্ন রকম মেশিন তৈরি হওয়ায় সেই কাজ দ্রুত এবং সহজে হচ্ছে।”
advertisement
আধুনিক প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে নিজেই তৈরি করেছেন সহজ পদ্ধতি। বৈদ্যুতিক পদ্ধতির সাথেই বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হলে কাজে আসছে হাপর। কামারের এমন কারিগরি নজর কেড়েছে সকলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 5:21 PM IST
