গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত কোচবিহার, গুরুতর আহত ২০
Last Updated:
গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত কোচবিহার ৷ কোচবিহারে শুক্তাবাড়িতে সকাল থেকেই ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ৷
#কোচবিহার: গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত কোচবিহার ৷ কোচবিহারে শুক্তাবাড়িতে সকাল থেকেই ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ৷ বোমাবাজিতে গুরুতর আহত হয়েছে ২০ জন ৷ গুরুতর আহত হয়েছেন এক মহিলা ভোটার ৷
আরও পড়ুন:
advertisement
অবশেষে মামলা মোকদ্দমার পর ১৪ মে পঞ্চায়েতের ভোটের দিন স্থির হয়েছে ৷ ভোটের দিন সকাল থেকেই রাজ্য জুড়ে অশান্তি অব্যহত ৷ সেই অশান্তির আঁচ থেকে বাদ পড়েনি কোচবিহারও ৷ কোচবিহারে শুক্তাবাড়িতে বুথের সামনে সকাল থেকেই শুরু হয়েছে বোমাবাজি ৷ আহত ২০ জনেরও বেশি ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের শুক্তাবাড়ি ৷ সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হন এক মহিলা ভোটার ৷ বুথের সামনে সকাল থেকেই গুলি ও বোমাবাজির অভিযোগ উঠছে ৷ আহত আরও ২০ জন। আহতরা এমজেএন হাসপাতালে ভরতি ৷ বুথে ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ৷ যদিও পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2018 9:04 AM IST