Agriculture Tips: ধান জমিতে পোকার উৎপাত! সাদা হয়ে যাচ্ছে পাতা, নষ্ট ফসল! কীভাবে মিলবে রেহাই? সমাধান শোনালেন মুখ্য কৃষি আধিকারিক

Last Updated:

Insects Infestation in Rice Fields: ধান ক্ষেতের একি হাল! বিঘার পর বিঘা জমির ধান গাছের পাতা সাদা হয়ে গিয়েছে। আবার কোথাও পাতা লাল হয়ে গিয়েছে। দিনাজপুর জেলা জুড়ে ধান চাষ মার খাচ্ছে। ধান জমিতে ভাইরাসের উৎপাত। ভাইরাসের আক্রমণে গাছের বৃদ্ধি ব্যাহত, ফলন নষ্ট হচ্ছে। আতঙ্কে কৃষকেরা।

+
ধান

ধান জমিতে পোকার উৎপাত

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: বিঘার পর বিঘা জমির ধান গাছের পাতা সাদা হয়ে গিয়েছে। আবার কোথাও পাতা লাল হয়ে গিয়েছে। এমন দৃশ্য দেখে ধান চাষিদের মধ্যে চরম আশঙ্কা সৃষ্টি হয়েছে। ভাইরাস আক্রমণ করেছে ধান গাছে। এই ভাইরাসের আক্রমণে ধানের পাতা সাদা হয়ে যায় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়। চাষিদের অনুমান, বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে ধান উৎপাদনের পরিমাণ অনেকটাই কম হবে। ফলস্বরূপ, মার খাবে লাভের অংশ। বালুরঘাট, কুমারগঞ্জ, হিলি, তপন ব্লক-সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় একই চিত্র।
ধান চাষিদের কাছ থেকে জানা যায়, কোথাও ধানের পাতা সাদা হয়ে গিয়েছে কোথাও আবার ধানের পাতা লাল হয়ে গিয়েছে। ফলে ধান গাছের বৃদ্ধি ঘটেনি। আবার কোন কোন জমিতে গাছের গোড়াতেই পোকা ধরে গিয়ে লাল হয়ে গিয়েছে। জমিতে চাষ করবার জন্য তাঁরা যে পরিমাণ খরচ করেছেন সেই টাকা ওঠানো যথেষ্ঠই কষ্টসাধ্য। লাভ তো অনেক দূরের প্রশ্ন। কেননা যেভাবে পোকার উৎপাত দেখা দিয়েছে ধানের উৎপাদন অর্ধেক হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন স্থানীয় কৃষকরা।
advertisement
আরও পড়ুনঃ রাত হলেই চালের গন্ধে বাড়ে তাদের আনাগোনা! বন্যার পর নতুন আতঙ্ক ডুয়ার্সে, উড়েছে শান্তির ঘুম! রাতভর পাহারা
অবশ্য দক্ষিণ দিনাজপুরের মুখ্য কৃষি আধিকারিক সমীরেন্দ্র চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘এই সমস্যাটা খুব বড় আকারে দেখা দেয়নি। কিছু কিছু জায়গাতেই রোগ, পোকামাকড় হয়েছে। স্থানীয়ভাবে এর মোকাবিলা করার জন্য চাষিদের বলা হয়েছে। রোগটি নিয়ন্ত্রণের জন্য সঠিক সময়ে ছত্রাকনাশক স্প্রে করা গুরুত্বপূর্ণ। চাষিরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে সহজেই দমন করা যাবে এই পোকার উৎপাত’।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় কৃষকদের অনুমান, একটানা বৃষ্টিতে জমিতে জল জমেছে। বেশি বৃষ্টিপাতের কারণেই পোকামাকড়ের উৎপাতও বেড়েছে। পোকাগুলো পাতা মুড়িয়ে তার ভিতরের সবুজ অংশ খেয়ে ফেলে। ফলে পাতা সাদা ও শুকনো দেখায়। সব মিলিয়ে বালুরঘাট, তপন, কুমারগঞ্জ, হিলি-সহ জেলার অন্য তিনটি ব্লকেও একই হাল। অপরদিকে জেলা কৃষি দফতরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই সমস্যা বড় কোনও সমস্যা নয়। কৃষকরা সচেতন হলেই সমস্যার সমাধান করা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Agriculture Tips: ধান জমিতে পোকার উৎপাত! সাদা হয়ে যাচ্ছে পাতা, নষ্ট ফসল! কীভাবে মিলবে রেহাই? সমাধান শোনালেন মুখ্য কৃষি আধিকারিক
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement