South Dinajpur News: ফাইলেরিয়া মুক্ত করতে বিশেষ উদ্যোগ জেলায়! চলছে প্রচার ও ওষুধ বিতরণ
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
ফাইলেরিয়া মুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল জেলা স্বাস্থ্য দফতর ও বালুরঘাট পুরসভা
দক্ষিণ দিনাজপুর: দিন দিন বেড়েই চলেছে ফাইলেরিয়া রোগ। এটি একপ্রকার সংক্রামক রোগ যা সুতার মত একজাতের ফাইলেরিওডিয়া গোত্রীয় মশা লার্ভার দ্বারা হয়। এবার ফাইলেরিয়া মুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল জেলা স্বাস্থ্য দফতর ও বালুরঘাট পুরসভা। এই উদ্যোগের প্রধান লক্ষ্যই হল সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ওষুধ বিতরণ কর্মসূচিকে সফল করা।
পুরসভা ও স্বাস্থ্য দফতর যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করবে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়, ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ এবং ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিশেষ ক্যাম্পের মাধ্যমে ফাইলেরিয়া প্রতিরোধ ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: কম বয়সেই চুল সাদা? ভুলেও কালার করবেন না! কয়েকটি ঘরোয়া উপাদানেই চুল হবে ঘন-কালো! জানুন বিশেষজ্ঞর মত
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদিপ দাস জানান, “গত বছর নভেম্বর মাসে বিভিন্ন জায়গায় গিয়ে এই রোগের স্যাম্পল জোগাড় করে পরীক্ষার দ্বারা দুজন রোগীর সন্ধান মিলেছে। পরজীবি দ্বারা আক্রান্ত হওয়ার পর ছয় মাস থেকে ছয় বছর পরেও এই রোগ হতে পারে। সংক্রমিত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ ধীরে ধীরে ফুলে যাবে, ত্বক ও এর নীচের টিস্যুও মোটা হতে থাকবে। এসব হচ্ছে গোদ রোগের প্রধান লক্ষ্যণ। যা কিনা মশার মাধ্যমে সংক্রমিত রোগ। তবে, প্রতিটি এলাকায় মেডিক্যাল টিম দেখে এলাকার মানুষ যাতে ভয় পেয়ে অযথা আতঙ্কিত না হয়, তাই সেই ব্যাপারে মেডিক্যাল টিম তাদের বুঝিয়ে সেখানে দাঁড়িয়ে ওষুধ খাওয়াতে পারেন সে বিষয়ে সজাগ থাকবে সংশ্লিষ্ট প্রশাসন।”
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 21, 2025 6:59 PM IST
