South Dinajpur News: চূড়ান্ত পর্যায়ের গাফিলতি! সৌন্দর্যায়নই যত নষ্টের গোড়া! ছিঃ ছিঃ করছেন বাসিন্দারা

Last Updated:

সৌন্দর্যায়নের প্রকল্প নিয়ে চরম ক্ষোভ স্থানীয় মানুষদের মধ্যে

+
সৌন্দর্যায়ন

সৌন্দর্যায়ন প্রকল্প 

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরকে যানজট মুক্ত করবার লক্ষ্যে পুরসভার পক্ষ থেকে শহরের খিদিরপুর শ্মশান থেকে চকভবানী শ্মশান পর্যন্ত প্রায় চার কিলোমিটার নদী বাঁধের রাস্তা তৈরি করবার পাশাপাশি সৌন্দর্যায়নের প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু বর্তমানে সেই অবস্থা একেবারেই বেহাল দশা। দীর্ঘদিন আগে এই রাস্তা তৈরি হলেও বর্তমানে সিমেন্টের চাদর উঠে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
পথ চলতি মানুষ থেকে শুরু করে প্রাতঃভ্রমণকারী বা সন্ধ্যায় নদীর ধারে যারা ভ্রমণ করতে যান তাদের সুবিধার জন্য কিছু বসার কংক্রিটের চেয়ার, লাইট ও বৃক্ষরোপণ সহ একাধিক সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হয়েছিল পুরসভার পক্ষ থেকে। কাজ শুরুর প্রতিশ্রুতি নেওয়া হলেও দীর্ঘদিন ধরে সেই কাজ অসমাপ্ত হয়ে পড়ে আছে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছে। যেটুকু সৌন্দর্যায়নের জন্য তৈরি করা হয় তার অবস্থাও বড্ড বেহাল।
advertisement
advertisement
পাশাপাশি, সৌন্দর্যায়নের কাজ আজও পর্যন্ত শেষ করা যায়নি। তৈরি হওয়া বসার জায়গাগুলি বর্তমানে নোংরা আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয়েছে। আবর্জনার স্তূপে ভরে যাওয়ায় প্রতিনিয়ত ডেঙ্গির আশঙ্কাও বাড়ছে। বর্তমানে সেগুলি আত্রেয়ির প্রাকৃতিক শোভা বৃদ্ধির পথে বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে বলে অনেকের অভিযোগ।সৌন্দর্যের কাজ শুরু করার পর সেই কাজ অসমাপ্ত হয়ে থাকার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, দ্রুত এই সৌন্দর্যায়নের কাজ আবার শুরু করা হোক। হাল ফেরানো হোক শহরের এই বিকল্প রাস্তার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বালুরঘাট পুরসভাতে এরই মধ্যে একাধিকবার প্রশাসক পরিবর্তন হয়েছে। কখনও সরকার মনোনীত প্রশাসক বসানো হয়েছে, কখনও জেলার শীর্ষ আধিকারিকদের প্রশাসনিক পদে বসানো হয়েছে, আবার কখনও নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাজ করেছেন। বর্তমানে নির্বাচিত বোর্ড কাজ করছে। কিন্তু বাঁধের সৌন্দর্যায়ন বা বাঁধের রাস্তার কোন হাল ফেরেনি, বরং যত দিন গেছে বেহাল দশা হয়েছে নদীর সৌন্দর্যায়নের। কাজ অর্ধ সমাপ্ত রেখেই প্রকল্প বন্ধ করেছে পুরসভা বলে অভিযোগ। যেটুকু কাজ হয়েছিল তার রক্ষণাবেক্ষণেও উদাসীন পুরসভা।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: চূড়ান্ত পর্যায়ের গাফিলতি! সৌন্দর্যায়নই যত নষ্টের গোড়া! ছিঃ ছিঃ করছেন বাসিন্দারা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement