জাল রয়েলটি ছাপিয়ে অবাধে চলছে অবৈধ বালি খাদান, হুঁশ নেই প্রশাসনের

Last Updated:

মালবাজারের চেল নদীর তীরে এই ঘটনায় খুব তাড়াতাড়িই বড় বিপর্যয়েরও আশঙ্কা।

#মালবাজার: ওয়াকফ বোর্ডের নামে রসিদ। তাতে আবার অশোকস্তম্ভ। ভুয়ো রসিদ নিয়ে গাড়ি আসছে। বালি ভরতি করে ফিরেও যাচ্ছে। জাল রয়েলটি কাগজ ব্যবহার করেই বালি তোলা চলছে। রাজ্য প্রশাসন রাজস্ব হারাচ্ছে। মালবাজারের চেল নদীর তীরে এই ঘটনায় খুব তাড়াতাড়িই বড় বিপর্যয়েরও আশঙ্কা।
অবৈধ বালি খাদান, অনুমতি ছাড়াই বালি তোলার অভিযোগ রাজ্যে নতুন নয়। এবার নতুন পন্থা অবৈধ বালি কারবারিদের।
ওয়াকফ বোর্ডের নামে রসিদ ছাপিয়ে জাল রয়েলটি কাগজ বানিয়ে কারবার চালাচ্ছে বেআইনি বালি কারবারিরা। অনুমতিপত্র হিসাবেই ব্যবহার করা হচ্ছে অশোক স্তম্ভ লাগানো ওয়াকফ বোর্ডের জাল রসিদ।
advertisement
প্রভাবেই প্রতিদিন ৪০ থেকে ৫০টি ট্রাক ও লরিতে করে বালি পাচার হচ্ছে। স্থানীয় মানুষের বক্তব্য, প্রতিবাদ করেও লাভ হয়নি। তাই এখন আর সবকিছু দেখেও হেলদোল দেখান-না তাঁরা।
advertisement
মালবাজারের চেলনদী থেকে এভাবে বালি তোলার পিছনে কারা? মালব্লকের রাজাডাঙা গ্রামপঞ্চায়েতে রয়েছে চারটি নদীঘাট। এই চারটি ঘাট থেকেই অবৈধভাবে বালিপাথর নিয়ে যাওয়া হয়। ওয়াকফ বোর্ড কীভাবে বালি তোলার অনুমতি দেবে? সেই রসিদ পরীক্ষার দায়িত্বেই বা কারা? গ্রাম পঞ্চায়েতেরই বা ভূমিকা কী? কোনও প্রশ্নেরই উত্তর নেই।
প্রতিদিন এত ট্রাক গ্রামের রাস্তা দিয়ে যাওয়ায় রাস্তাঘাট বেহাল। সরকারের ঘরে কোনও রাজস্ব আসছে না। উলটে যেভাবে লাগাম ছাড়া বালি তোলা হচ্ছে, তাতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা। কারা চালাচ্ছে এই কারবার? অশোক স্তম্ভ, ওয়াকফ বোর্ডের নাম ব্যবহার কারা করছে দুর্নীতি? স্থানীয় প্রশাসন এখনও অন্ধকারে ৷
advertisement
স্থানীয় প্রশাসনের হুঁশ ফিরলে ভালো। না হলে অবৈধ বালি কারবারের জেরে বিপর্যয়ের মুখে পড়তে হবে কয়েক হাজার গ্রামবাসীকে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জাল রয়েলটি ছাপিয়ে অবাধে চলছে অবৈধ বালি খাদান, হুঁশ নেই প্রশাসনের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement