জনমত সমীক্ষায় চ্যানেলগুলি বিজেপির যে সংখ্যা দেখাচ্ছে, আমি তাতে বিশ্বাস করি না: মমতা

Last Updated:

News18 Bangla-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে সমীক্ষা নিয়ে মমতা বললেন, 'আমার দল যখন মাঠেই নামিনি তখন সার্ভে করলে কী করে হবে ৷ ২০১৬-তে বিধানসভা ভোটের আগে জোটের সরকার আসবে বলে সমীক্ষা বলেছিল৷

#চালসা: একাধিক সমীক্ষায় দাবি করা হয়েছে, বিজেপি-ই ফের সরকার গড়ছে৷ সম্প্রতি একটি জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি ৮টি আসন পাবে৷ এই সব সমীক্ষাকে আদপেই পাত্তা দিচ্ছেন না মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, ' এই সব সার্ভে সব টাকা দিয়ে হয় ৷ মানুষের কাছে পৌঁছনোর জন্য এই সব ঘরে বসে সার্ভে করে লাভ নেই৷'
News18 Bangla-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে সমীক্ষা নিয়ে মমতা বললেন, 'আমার দল যখন মাঠেই নামিনি তখন সার্ভে করলে কী করে হবে ৷ ২০১৬-তে বিধানসভা ভোটের আগে জোটের সরকার আসবে বলে সমীক্ষা বলেছিল৷ তাতে কী রিপোর্ট এল শেষে? লবডঙ্কা! একটা দুটো মিলতে পারে৷ কিন্তু সব সমীক্ষা ঠিক নয়৷'
বিজেপি-কে কটাক্ষ করে তিনি বলেন, যারা নরেন্দ্র মোদি, অমিত শাহকে ভয় পান৷ এবং মিডিয়ার এত অধঃপতন এবং অবক্ষয় আগে কখনও দেখিনি৷ ওরা অপপ্রচার করছে  এবং তার কাছে মিডিয়া মাথা নত করছে৷ ৪২-এর একটা আসনও ওরা এ রাজ্যে পাবে না৷ আগে অনেক কিছু করে মাত্র ২টো পেয়েছিল৷ এবার সেই সংখ্যাটা শূন্য হয়ে যাবে৷ আর সারা ভারতে নরেন্দ্র মোদি এমন গো হারান হারবে, যে সংখ্যাটা বলতেও আপনারা লজ্জা পাবেন ৷ কাজেই মিথ্যে কথা বলে লজ্জা দেবেন না ৷
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জনমত সমীক্ষায় চ্যানেলগুলি বিজেপির যে সংখ্যা দেখাচ্ছে, আমি তাতে বিশ্বাস করি না: মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement