গ্রামের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার মানুষের হাড়গোড়, মাথার খুলি! এলাকায় ব্যাপক চাঞ্চল্য
- Published by:Simli Raha
Last Updated:
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন করনদিঘি থানার পুলিশ। কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Uttam Paul
#করনদিঘি: করনদিঘি ভুট্টা ক্ষেত থেকে একটি কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে করনদিঘি থানার গরুবাথান এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি চপ্পল। কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকালে করনদিঘি থানার গরুবাথান এলাকায় একটি ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় পচাগন্ধে সন্দেহ হয়। বহু খোঁজাখুঁজির পর স্থানীয় বাসিন্দারা একটি নরকঙ্কাল দেখতে পান। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় জুতা ও জামা কাপড়। এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার এক কিশোরী ১৫ দিন ধরে নিখোঁজ ছিল। নিখোঁজ কিশোরীর পরিবারের পক্ষ থেকে করনদিঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা দাবি, নিখোঁজ হওয়া ওই কিশোরীর নরকঙ্কালটি ভুট্টার জমিতে পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন করনদিঘি থানার পুলিশ। কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। করনদিঘি থানার আই সি মলয় মজুমদার জানিয়েছেন, একটি নরকঙ্কাল উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোনও কিছু বলা সম্ভব নয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2020 3:38 PM IST