Cooch Behar News: ছেড়ে দিলেও পালিয়ে যায় না! মানুষ-বন্যপ্রাণের ভালবাসার অন্যন্য নিদর্শন! এই ছবি অবাক করছে সকলকে

Last Updated:

টিয়া আর মানুষের এমন সম্পর্ক খুব কম দেখা যায়

+
গৃহবধূর

গৃহবধূর হাতে মিঠু

দেওয়ানহাট: ভালবাসা দিয়ে জয় করা সম্ভব মানুষ থেকে প্রাণী সকলের মন। এমনটা প্রায়শই শুনতে পাওয়া যায়। এবার সেই বিষয়টি একেবারে সত্যি প্রমাণ করে দেখালেন কোচবিহারের এক পরিবার। কোচবিহারের দেওয়ানহাট এলাকার বাসিন্দা দাস পরিবার। দীর্ঘ ৯ থেকে ১০ বছর আগে ঝড়ে গাছ থেকে পড়ে যাওয়া একটি ছোট্ট টিয়া পাখি পেয়েছিলেন তাঁরা। সেই টিয়া পাখিটি যত্ন করতে করতে এখন সেই টিয়া পাখি পরিবারের এক সদস্য হয়ে উঠেছে। বাড়ি থেকে উড়ে গেলেও আবারও সে বাড়িতে চলে আসে।
বাড়ির গৃহবধূ প্রীতি দাস জানান, টিয়া পাখির নাম পরিবারের সকলে মিলে রেখেছে মিঠু। এই নামে ডাকলেই উত্তর দেয় সে। সবসময় পরিবারের কাছে থাকতেই সে বেশি পছন্দ করে। কাঁধের মধ্যে সে বসে থাকতে বেশি ভালবাসে। তবে বর্তমানে মিঠু তাঁর ভক্ত বেশি হয়ে উঠেছে। তিনি ঘুমোতে গেলে তাঁর মাথার বালিশের পাশে সেও গিয়ে চুপ করে বসে থাকে। দিনের পর দিন মিঠু এভাবেই সকলের সঙ্গে রয়েছে। বর্তমানে পরিবারের এক সদস্য সে। বাড়ির বাইরে গেলেও তাঁকে নিয়ে যেতে হচ্ছে। নাহলে সে পিছু নিচ্ছে নিজে নিজেই।
advertisement
advertisement
প্রীতি দাসের ছেলে শুভঙ্কর দাস জানান, ছোট থেকেই মিঠুকে খাইয়ে দেওয়া এবং দেখাশোনা করত তাঁর দিদি। দিদির বিয়ে পর মিঠু তাঁর সঙ্গে থাকতে শুরু করে। মাঠে খেলতে গেলেও, মিঠু তাঁর সঙ্গেই যেত। তবে এখন মিঠু তাঁর মায়ের ভক্ত হয়ে উঠেছে। তবে মিঠু কাজু বাদাম এবং ঘি ভাত খেতে দারুণ পছন্দ করে। পরিবারের আরেক সদস্য রঞ্জিত কুমার দাস জানান, “বন্য প্রানকে ভালবাসলে সেও যে বশ হয় এই মিঠু তারই প্রমাণ। দীর্ঘ ৯ থেকে ১০ বছর ধরে মিঠু দাস পরিবারের এক সদস্য।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মানুষ ও বন্য প্রাণের ভালবাসার নিদর্শন আগেও বহু পাওয়া গিয়েছে। তবে জেলার এই পাখি ও মানুষের ভালবাসার ছবি অবাক করছে সকলকে। জেলায় এই ধরনের ঘটনা বেশ কিছুটা বিরল। তাই বহু মানুষ তাঁদের বাড়িতে যান মিঠুকে দেখতে। তবে বেশি মানুষ কিছু পছন্দ করেনা মিঠু। বেশিরভাগ সময় প্রীতি দাসের কাঁধে বসে একা থাকতেই সে বেশি পছন্দ করে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: ছেড়ে দিলেও পালিয়ে যায় না! মানুষ-বন্যপ্রাণের ভালবাসার অন্যন্য নিদর্শন! এই ছবি অবাক করছে সকলকে
Next Article
advertisement
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার, কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার
  • ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত?

  • মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার

  • কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !

VIEW MORE
advertisement
advertisement